টুকরো খবর
হাজতে ফোঁটা দিলেন সাবিত্রী
সরকারি হোমে মন্ত্রী। ছবিটি তুলেছেন মনোজ মুখোপাধ্যায়।
সরকারি হোমের অনাথ থেকে শুরু করে জেলা সংশোধনাগারে খুনের অভিযোগে অভিযুক্ত দাগি আসামী সকলকে বৃহস্পতিবার ভাইফোঁটা দিলেন রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র। ৭৫১ অপরাধীকে ভাইফোঁটা দিয়ে মিষ্টিমুখ মুখ করিয়ে সকলে সুস্থ জীবনে ফিরে আসার আহ্বান জানান মন্ত্রী সাবিত্রী মিত্র। তিনি বলেন, “কেউ অপরাধী হয়ে জন্মায় না। পরিবেশ ও পারিপার্শ্বিক পরিস্থিতিতে তারা অপরাধে জড়িয়ে পড়ে। আমি প্রত্যেককে অনুরোধ করছি আপনারা ফিরে আসুন সুস্থ সমাজে। সরকার আপনাদের সবরকম সাহায্য করবে।” ভাইফোঁটা দেওয়ার পর জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দির হাতে ভলিবল ও ব্যাডমিন্টন সেট তুলে দেন মন্ত্রী। এদিন জেলা সংশোধনাগারে যাওয়ার আগে রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী জেলা সরকারি হোমের অনাথদের ফোঁটা দেন। মন্ত্রী বলেন, “হোমের শিশুরা অনাথ নয়। এদের পাশে সরকার রয়েছে।”

জুয়ায় ধৃত
জুয়ার ঠেক থেকে ডিওয়াইএফ-এর প্রাক্তন কোচবিহার জেলা সভাপতি তথা সিপিএম নেতা মকসেদুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে মাথাভাঙা থানার জোরপাটকি এলাকায় ওই ঘটনা ঘটেছে। কালীপুজো উপলক্ষে জোরপাটকি এলাকায় একটি গোপন ডেরায় জুয়ার আসর বসেছে খবর পেয়ে পুলিশ হানা দেয়। মকসেদুল ইসলাম সহ ৫ জনকে গ্রেফতার করে তারা। মকসেদুল বর্তমানে সিপিএমের মাথাভাঙা জোনাল কমিটির সদস্য। ওই জুয়ার আসর থেকে নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। মাথাভাঙার মহকুমা পুলিশ আধিকারিক সীতারাম সিংহ বলেন, “জুয়ার কারবার বন্ধে অভিযানে নেমে জোরপাটকি এলাকা থেকে ৫ জনকে ধরা হয়। ধৃতদের একজনের নাম মকসেদুল ইসলাম। সকলেই ব্যাক্তিগত জামিনে ছাড়া পান।”

সরানো হল রিং
শেষ পর্যন্ত রাস্তা থেকে সিমেন্টের রিং তুলে নিলেন দুলালকান্তি ঘোষ। দামোদর ভ্যালি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার দুলালবাবু শহরকে পরিচ্ছন্ন রাখতে নিজ উদ্যোগে লোক লাগিয়ে শহরময় পাত্র বসিয়ে ডাস্টবিন বসিয়ে দেন। কিন্তু পুরসভার বিনা অনুমতিতে তিনি দু’দফায় ৫৪ টি সিমেন্টের পাত্র বসানোয় বিতর্কের সৃষ্টি হয়। বুধবার বিষয়টি চাউর হতে আরএসপি পরিচালিত বালুরঘাট পুর কর্তৃপক্ষের তরফে দুলালবাবুর কাছে কারণ জানতে চাওয়া হয়।

দফতরে ভাঙচুর
গ্রাহক তথ্যের ফর্মের (কেওয়াইসি) সঙ্গে বিনা রসিদে ১৫০ টাকা দাবি করায় ক্ষুব্ধ গ্রাহকেরা একটি গ্যাস সরবরাহ সংস্থার দফতরে ভাঙচুর করেছে। সংস্থার নথি গ্রাহকেরা রাস্তায় ফেলে আগুনও ধরিয়ে দেয়। বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ মালদহের ইংরেজবাজার থানার সবর্মঙ্গলাপল্লিতে ঘটনাটি ঘটে। দেড় ঘণ্টা ধরে দোকানটিতে ভাঙচুর করা হয়। পুলিশ পরিস্থিতি সামলায়।

তালা ভেঙে চুরি
সমবায় সমিতির আলমারির তালা ভেঙে চুরির ঘটনা ঘটে চাকুলিয়ায়। বুধবার রাতে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার কাহাটায়। পুলিশ সূত্রে খবর, এদিন রাতে চাকুলিয়া সমবায় সমিতির গ্রিলের তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। তারা আলমারির ভল্ট ভেঙে সেখান থেকে টাকা নিয়ে চম্পট দেয়। বৃহস্পতিবার সকালে ওই সমিতির সদস্য ও আধিকারিকেরা সমিতি খুলতে গিয়ে দেখতে পান সেখানে রাখা সাড়ে ৩ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

মাদক-সহ ধৃত
মাদক পাচারকারীকে পুলিশ ধরেছে। মালদহ হরিশ্চন্দ্রপুরের পয়খানা মোড় থেকে বুধবার রাতে তাকে ধরা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৬০০ গ্রাম আফিম। ধৃতের নাম এনারুল হক। তার বাড়ি কালিয়াচকের মোজমপুরে। বিহার থেকে ফুলহার বাঁধের রাস্তা ধরে আফিম নিয়ে কালিয়াচকে যাচ্ছিল সে। হরিশ্চন্দ্রপুর লাগোয়া বিহার এলাকায় প্রচুর পোস্ত চাষ হয়। পোস্ত ফলের আঠা থেকে তৈরি আফিম বিহার থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে বলে অভিযোগ ছিল পুলিশের কাছে। হেরোইন তৈরির জন্য ভিনরাজ্যে ওই আফিমের ব্যাপক চাহিদা রয়েছে বলে ধৃতকে জেরা করে জানতে পেরেছে পুলিশ।

সভাপতির গাড়িতে হামলা
আগ্নেয়াস্ত্র ও রড নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায়ের গাড়িতে হামলা চালালো একদল দুষ্কৃতী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের পুলিশ লাইনের কাছে। রাজ্য সড়কে দলীয় পতাকা লাগানো ওই ছোট গাড়িটি নিয়ে চালক বালুরঘাট থেকে মালদহ স্টেশনে যাচ্ছিল প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্রকে আনতে। সেই সময়ে হামলার ঘটনাটি ঘটে।

তরুণের মৃত্যু
ট্রাকের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকাতে ঘটনাটি ঘটেছে। মৃত ওই নাবালকের নাম বজেন্দ্র দাস (১৭)।

গণ-ভাইফোঁটা
গণ ভাইফোঁটায় মাতলেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের জামতলা এলাকাবাসী। বৃহস্পতিবার মহিলা পতঞ্জলী যোগ সমিতির উদ্যোগে এলাকাবাসীকে নিয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.