স্কুলের জায়গায় কিছু দোকান তৈরি করা নিয়ে তৃণমূল পরিচালিত স্কুলের পরিচালন সমিতির বিরুদ্ধে দুর্নীতি ও স্কুলের পঠনপাঠনের মান নেমে যাওয়ার অভিযোগে লিফলেট ছড়িয়েছিল কংগ্রেস। এর ২৪ ঘণ্টার মধ্যে বুধবার তৃণমূলের যুব ও ছাত্র সংগঠনের তরফে কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা কুৎসা রটানোর অভিযোগ তুলে লিফলেট ছড়ানো হল। মানবাজারের রাধামাধব বিদ্যায়তনের নির্মিয়মান সাতটি দোকান তৈরি করা নিয়ে এই তরজা শুরু হয়েছে। তবে স্কুলের পরিচালন সমিতির সম্পাদক চণ্ডীদাস মুখোপাধ্যায়ের দাবি, “ওই সাতটি দোকান বিলি করে প্রাপ্ত টাকায় আমরা স্কুলের ল্যাবরেটরি তৈরি করব। স্কুলের পড়াশোনার মান বাড়ায় কিছু লোক কুৎসা রটাচ্ছে।” যদিও কংগ্রেসের ব্লক সভাপতি শঙ্করীপ্রসাদ মাহাতোর অভিযোগ, “ওই দোকান তৈরিতে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ পেয়েই নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি জানানো হয়েছে।” এ সব দেখে সিপিএমের মানবাজার জোনাল সদস্য অমিতাভ মিশ্রের টিপ্পনী, “এ আর নতুন কি? নিজেদের মধ্যে ঝগড়া করাটাই দক্ষিণপন্থী ওই দুই দলের সংস্কৃতি।”
|
দু’টি পৃথক জায়গায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক বালক-সহ দু’জনের। রেলপুলিশ সূত্রে জানা গেছে বুধবার সন্ধ্যায় রাঁচি ডিভিশনের ঝালদা-কোটশিলার মাঝে এক প্রহরীবিহীন রেলগেটের কাছে এক বালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মৃতের নাম হরেন্দ্র রুইদাস (১৪)। বাড়ি ঝালদা থানার পাটঝালদা গ্রামে। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেলপুলিশ। অন্য দিকে, মঙ্গলবার রাতে পুরুলিয়া স্টেশনে রেললাইন পার হওয়ার সময় মালগাড়ির ধাক্কায় আহত হন পরাণ সোরেন (৩৯) নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি ঝালদা থানার চিড়কামু গ্রামে। মালগাড়ির ধাক্কায় তাঁর দু’টি পা কাটা পড়ে। আশঙ্কাজনক অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানোর পরে বুধবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
|
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল হরেন্দ্র রুইদাস (১৪) নামে এক বালকের। বুধবার রাঁচি ডিভিশনের ঝালদা-কোটশিলার মাঝে এক প্রহরীবিহীন রেলগেটের কাছে তার দেহ মেলে। বাড়ি ঝালদা থানার পাটঝালদা গ্রামে। |