কারখানার চুল্লিতে কয়লা ঢালার জায়গা থেকে এক ঠিকা শ্রমিকের দেহ উদ্ধার হল। বুধবার রাতে গঙ্গাজলঘাটি থানার রাধামাধবপুর এলাকার একটি ফেরোঅ্যালয় কারখানার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাগর ঘোষ (৪৫)। গঙ্গাজলঘাটি থানার শৈলাবাইদ গ্রামে তাঁর বাড়ি। তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ও এক জনকে চাকরি দেওয়ার দাবিতে শ্রমিকরা বৃহস্পতিবার কারখানায় বিক্ষোভ দেখান।
কারখানা সূত্রের খবর, সাগরবাবু বুধবার রাতে কারখানার ১ নম্বর ইউনিটে কর্মরত ছিলেন। পরে অন্য শ্রমিকরা দেখেন ২ নম্বর ইউনিটের চুল্লিতে কয়লা ঢালার বড় লোহার পাত্রের মধ্যে তিনি পড়ে রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করার পরে শ্রমিকরা তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে জানান। সাগরবাবুর ছেলে ভিকুরাম ঘোষ বলেন, “পরিবারের মধ্যে বাবা একমাত্র রোজগেরে ছিলেন। এখন কী ভাবে সংসার চলবে বুঝতে পারছি না।” কারখানার কর্ণধার রামঅবতার সিং বলেন, “আমরা মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেব।” পুলিশ জানিয়েছে, দেহটি ময়না তদন্তে পাঠিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। |