পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে এক অস্থায়ী কর্মীকে মারধর করার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বুধবার দুপুরে কাশীপুর পঞ্চায়েতের ঘটনা। ওই পঞ্চায়েতের কম্পিউটার ডেটা এন্ট্রি অপারেটার মনোহর রাজোয়াড় পুলিশের কাছে অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল কর্মী কমল বাউরি তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করেছেন। বিডিও-র কাছেও তিনি অভিযোগ করেন। তাঁকে কাশীপুর স্বাস্থ্যকেন্দ্র ও পরে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সেখান থেকে ছাড়া পান। কমল বাউরি পুলিশের কাছে মনোহরের বিরুদ্ধে পাল্টা ঘুষ চাওয়ার অভিযোগ দায়ের করেছেন।
পঞ্চায়েতের প্রধান সিপিএমের প্রধান লালমোহন রাজোয়াড় বলেন, “কল্লোলি গ্রামের বাসিন্দা কমল বাউরি তাঁর ভাই দুলাল বাউরির নামে ইন্দিরা আবাস যোজনায় টাকা বরাদ্দ হয়েছে কি না খোঁজ নিতে আসেন। তাঁকে জানানো হয়, ব্লক থেকেই চেক দেওয়া হবে।” তাঁর অভিযোগ, কমলকে মনোহর এ ব্যপারে বোঝাচ্ছিলেন। হঠাৎ কমল মনোহরের উপর চড়াও হয়। কমলের পাল্টা দাবি, “ওই প্রকল্পের অর্থ দেওয়ার জন্য মনোহর আমার কাছে ঘুষ চেয়েছিল বলে তর্কাতকি হয়। ওকে মারধর করিনি।” কাশীপুরের বিডিও তপন ঘোষাল বলেন, “মারধরের ঘটনায় পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।” পুলিশ জানিয়েছ, কমল বাউরি পলাতক। |