বনগাঁ-দক্ষিণেশ্বর রুটে ফের বাস চলাচল শুরু
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বাস ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী বিক্ষোভের জেরে তিন দিন বন্ধ থাকার পর ফের চালু হল বনগাঁ-দক্ষিণেশ্বর বাস চলাচল। যদিও এখন থেকে সরকার ভাড়ার পুর্নবিন্যাস না করা পর্যন্ত পুরানো ভাড়াই নেওয়া হবে বলে জানিয়েছে রুট কর্তৃপক্ষ। বনগাঁ-দক্ষিণেশ্বর রুটের বাস মালিক সমিতির সভাপতি তুহিন ঘোষ বলেন, “রাজ্য সরকার নতুন বাসভাড়া নিয়ে পুনরায় চিন্তাভাবনা শুরু করেছে। যতদিন না তারা নতুন বাসভাড়া ঠিক করছে ততদিন আমরা আমাদের আর্থিক ক্ষতি সত্ত্বেও পুরানো ভাড়াতেই বাস চালাব।” স্থানীয় ও রুট কমিটি সূত্রে জানা গিয়েছে, আগে বনগাঁ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বাসের ভাড়া ছিল ৩৫ টাকা। ভাড়া বৃদ্ধির পর তা বেড়ে হয় ৪৬ টাকা। এর ফলে ক্ষুদ্ধ নিত্যযাত্রীরা গত সোমবার গাইঘাটার কলসীমা বাজারে বাস চলাচল আটকে দেয়। তারপর থেকে বাস চলাচল বন্ধই ছিল। |
নৈহাটিতে চুরি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দরজা ভেঙে ঢুকে বুধবার রাতে নৈহাটির বড়া গ্রামের একটি বাড়ি থেকে নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির রমা মণ্ডল সপরিবারে পুজো দেখতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময়েই দরজা ভেঙে দুষ্কৃতীরা ঘরে ঢুকে লুঠপাট চালায়। রমাদেবী বলেন, ‘‘বাড়ির সদর দরজা ভেঙে চোরেরা ভিতরে ঢুকে আলমারির তালা ভাঙে। নগদ টাকা ও কিছু গয়না ছিল। সব নিয়ে গিয়েছে। পুলিশকে জানিয়েছি।’’ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
বৃদ্ধার দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • নামখানা |
নদীবাঁধ ধসে চাপা পড়ে মৃত বদ্ধার দেহ উদ্ধার হল বৃহস্পতিবার। এ দিন বিকেলে বাঁধের মাটি সরিয়ে তাঁর দেহ পাওয়া যায়। বুধবার বিকেলে মুড়িগঙ্গার বাঁধ ধসে চাপা পড়েন শৈবা কোলে (৬৮)। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠিয়েছে। |
ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক বৃদ্ধের। বৃহস্পতিবার, সোদপুরের সুখচরে। মৃতের নাম শ্যামাপদ দাস (৭৫)। পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা শ্যামাপদবাবু রাস্তা পার হচ্ছিলেন। ট্রাকচালক পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ট্রাকটিও আটক হয়েছে। |
অনুপ্রবেশের অভিযোগে ১০ জন বাংলাদেশিকে আটক করল বিএসএফ। গাইঘাটার আংরাইল থেকে বুধবার বিকালে তাদের আটক করা হয়। পরে গাইঘাটা থানার পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতেরা বাংলাদেশের পুটখালির বাসিন্দা। |
ব্যাগে রাখা বোমা ঘিরে আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের পীরপুর গ্রামে। বৃহস্পতিবার সকালে ব্যাগটি পনে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। আসে বম্ব স্কোয়াড। ব্যাগে রাখা তিনটি বোমা ফাটিয়ে ফেলেন তাঁরা। |