টুকরো খবর
ভাইফোঁটা হল হাসপাতাল, জেলখানাতেও
বাড়িতে ভাইয়ের মঙ্গল কামনায় দিদি-বোনেদের আয়োজন তো ছিলই। পাশাপাশি বেশ কিছু অন্য ভাইফোঁটার আয়োজনও ছিল পশ্চিম মেদিনীপুরের নানা প্রান্তে। কোথাও গণ-ভাইফোঁটা পরিণত হল সম্প্রীতির উৎসবে, কোথাও দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হল। বাদ পড়েননি হাসপাতালের রোগী, বৃদ্ধাবাসের আবাসিক, এমনকী সংশোধনাগারের বন্দিরাও। বিশেষ এই দিনটিতে মুখে হাসি ফুটেছে তাঁদেরও। মেদিনীপুরের পালবাড়িতে ১৫ নম্বর ওয়ার্ড কংগ্রেসের উদ্যোগে গণ ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল। যেখানে ছোট ছোট ভাইয়েদের ফোঁটা দেন কাউন্সিলর সুনন্দা খান, মঞ্জুলা বেগম, পুষ্প বটব্যালরা। ফোঁটা নিতে হাজির হয়েছিল শেখ আব্দুল, পার্থ চক্রবর্তী, অরুণ ঘোষালের মতো এলাকার কচিকাঁচারা। সকলকে হাজির করা হয় পালবাড়ি শিশুশিক্ষা কেন্দ্রে। ফোঁটার পরে ছিল মিষ্টিমুখের আয়োজন। গণ ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল ঘাটালের জ্যোতবাণী গ্রামেও। সেখানে গরিব শিশু-কিশোরদের এক জায়গায় বসিয়ে ফোঁটার পাশাপাশি মিষ্টিমুখ করানো হয়। আয়োজন করা হয়েছিল যম ও যমুনার পুজো। দু’টি সংস্থার পক্ষ থেকে ঘাটাল উপ-সংশোধনাগার ও হাসপাতালেও ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল। ফোঁটা দেওয়া হয় থানার পুলিশ কর্মীদেরও। রাত্রি লাহা, অঞ্জুশ্রী করেরা গিয়ে সকলকে ফোঁটা দেন। তাঁদের কথায়, “অসুস্থ রোগী বা বন্দিদের কে আর ফোঁটা দিতে আসবে। তাই বলে কি তাঁরা আনন্দে বঞ্চিত থাকবেন?” ভাইফোঁটা উপলক্ষে বস্ত্র বিতরণের আয়োজন করেছিলেন চন্দ্রকোনা বিট হাউস ও ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ কর্মীরা। গরিব মানুষদের এদিন শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিনই ঘাটালের ওয়ান স্টার ক্লাবের পক্ষ থেকেও বস্ত্র বিতরণ করা হয়। সব মিলিয়ে প্রতি বছরের মতোই এদিনও জেলা জুড়েই ভাইফোঁটার অনুষ্ঠান পালিত হয়ে সাড়ম্বরেই। নানা জায়গায় পথচলতি মানুষজনকেও ফোঁটা দেওয়া হয়। সেই আয়োজনে অগ্রণী ছিলেন এলাকার মহিলারাই।

তরুণীকে ধর্ষণ, গ্রেফতার
মূক ও বধির তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক প্রৌঢ়। বুধবার রাত ১টা নাগাদ হলদিয়ার সুতাহাটা বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃত অমিত পণ্ডাকে বৃহস্পতিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান বিচারক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় ব্যবসায়ী ওই প্রৌঢ়ের বাড়ির পাশেই একটি ক্লাব আছে। বুধবার রাতে কালীপুজোর মণ্ডপে থাকা ওই ক্লাবের সদস্যরা প্রৌঢ়ের বাড়িতে চিৎকার শুনে ছুটে যান। তাঁদের অভিযোগ, সেখানে বছর কুড়ির এক মূক ও বধির তরুণীর সঙ্গে অসংলগ্ন অবস্থায় দেখতে পান ওই প্রৌঢ়কে। কান্নায় ভেঙে পড়া ওই তরুণী ইশারায় ক্লাব সদস্যদের জানান, তাঁকে ধর্ষণ করেছেন ওই প্রৌঢ়। অভিযোগ, সেই সময় শাবল দিয়ে ওই তরুণীকে পেটাতে থাকেন অমিতবাবু। কোনও রকমে অমিতবাবুকে ধরে সুতাহাটা থানায় নিয়ে যান ক্লাবের ছেলেরা। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। এরপরেই অভিযুক্ত অমিত পণ্ডাকে গ্রেফতার করে। তরুণী মূক ও বধির হওয়ায় স্পষ্ট ভাবে জানা যায়নি কী ভাবে ওই প্রৌঢ়ের বাড়িতে এলেন তিনি। শুধু জানা গিয়েছে, কাশীপুর গ্রামে তরুণীর বাড়ি। বৃহস্পতিবার দুপুরে হলদিয়া মহকুমা হাসপাতালে ওই তরুণীর শারীরিক পরীক্ষা করা হয়।

সিপিএম নেতার জেল হেফাজত
পুত্রবধূকে নির্যাতনের অভিযোগে ধৃত চণ্ডীপুরের সিপিএম নেতা চিন্তামনি ভূঁইয়াকে ৭ দিনের জেল হেফাজতে পাঠাল তমলুক জেলা আদালত। চণ্ডীপুরের চুনখাবাড়ি গ্রামের বাসিন্দা চিন্তামণি ভুঁইয়ার ছেলে বেদদ্যুতির সঙ্গে নন্দীগ্রামের বয়াল এলাকার গোপালচক গ্রামের মেয়ে সঞ্চিতার বিয়ে হয়েছিল বছর সাতেক আগে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা টাকা চেয়ে সঞ্চিতার উপর চাপ দিতেন বলে অভিযোগ। গত ৭ নভেম্বর চণ্ডীপুর থানায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে পণের দাবিতে নির্যাতনের অভিযোগ দায়ের করেন সঞ্চিতা। স্বামী ও শাশুড়িকে না পেলেও বুধবার চণ্ডীপুর থানার পুলিশ হলদিয়ার দুর্গাচকে হানা দিয়ে শ্বশুর চিন্তামণিবাবুকে গ্রেফতার করে।

দুর্ঘটনা, জখম
হেলমেট না পরে মোটর বাইকে যাচ্ছিলেন বাবা-মা-ছেলে। গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর জখম হলেন ৩ জনই। বৃহস্পতিবার সকালে হলদিয়ার পেট্রোকেমিক্যাল লিঙ্ক রোডের ঘটনা। হাতিবেড়িয়া থেকে মোটর বাইকে বাবা ও মাকে নিয়ে মঞ্জুশ্রীর দিকে যাচ্ছিলেন সৌগত শাসমল। পরাণচকের কাছে বাঁ দিকে ঘুরতেই পিছন থেকে আসা একটি গাড়ি ধাক্কা মারে তাঁদের। ছিটকে পড়ে গুরুতর জখম হন তিন জনেই।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.