উদ্বোধন হয়েছে ছ’ মাস আগেই। কিন্তু এতদিনেও বাসস্ট্যান্ডে ভিড়ল না একটি বাসও। এমনটাই দশা নলহাটির নতুন বাসস্ট্যান্ডের। অভিযোগ, সামনেই পুরনির্বাচন থাকায় পরিবহণ দফতরের প্রয়োজনীয় অনুমতি না নিয়েই এবং নির্মাণের সামগ্রিক কাজ শেষ হওয়ার আগেই উদ্বোধন করে দেওয়া হয় ওই বাসস্ট্যান্ডটির। কিন্তু প্রকৃত চিত্র হল, বছর শেষ হতে চললেও চালু হয়নি বাসস্ট্যান্ড।
নলহাটি পুরসভার নতুন পুরপ্রধান রাজু সিংহের অবশ্য দাবি, “কাজ প্রায় শেষ। বাসস্ট্যান্ডের মধ্যে বাস দাঁড়ানোর প্ল্যাটফর্ম, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলি যাতে নলহাটির নতুন বাসস্ট্যান্ডে দাঁড়ায় তার জন্য জেলা পরিবহণ আধিকারিকের কাছে আবেদনও করা হয়েছে।” আবেদন মঞ্জুর হলে এবং কয়েকটি দোকান বসানো হয়ে গেলেই বাসস্ট্যান্ডটি চালু করা যাবে বলে মনে করেন পুরপ্রধান। |
জেলা পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, মাত্র সপ্তাহ খানেক আগেই পুরপ্রধানের ওই আবেদন এসে পৌঁছেছে। জেলা পরিবহণ আধিকারিক রাজীব মণ্ডল জানিয়েছেন, পরিবহণ দফতরের বোর্ড মিটিংয়ে নলহাটির নতুন বাসস্ট্যান্ডে বাস প্রবেশ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “ওই সিদ্ধান্ত কার্যকর করার জন্য খুব তাড়াতাড়িই বাস ইউড়িয়নগুলিকে জানানো হবে।” নলহাটির নতুন বাসস্ট্যান্ডের এমন অচলাবস্থার কথা জানা নেই জেলা বাস মালিক সমিতির সভাপতি শুভাশিস মুখোপাধ্যায়ের। রামপুরহাট শাখায় খোঁজ নেবেন বলে জানিয়েছেন তিনি। অন্য দিকে, সমিতির রামপুরহাট শাখার সভাপতি মামুন আলি রশিদ বলেন, “আমাদের কাছে পরিবহণ দফতর থেকে এখনও কোনও চিঠি আসেনি। তবে বাস কর্মচারি ইউনিয়নের সিটু শাখার তরফ থেকে আমাদের বিষয়টি জানানো হয়েছে। আমরা শীঘ্রই তা নিয়ে আলোচনায় বসব।” |