কার্তিক পুজোর আগেই কাটোয়ায় খুন হল এক দুষ্কৃতী। বুধবার রাতে শহরের কেশিয়ায় রহিম শেখ (৩২) নামে ওই ব্যক্তির গুলিবিদ্ধ দেহ মেলে। তার আগে, গত সোমবার দুপুরে স্টেশন বাজার এলাকায় দুষ্কৃতীরা ব্যবসায়ীদের হুমকি দেয় ও দোকান ভাঙচুর করে বলে অভিযোগ।
কার্তিক পুজোর আগে, পর পর দু’টি অপ্রীতিকর ঘটনায় চিন্তিত পুলিশ। কাটোয়ার সবথেকে বড় উৎসব কার্তিক পুজো। আজ, শুক্রবার শুরু হচ্ছে পুজো। শনিবার হবে ‘কার্তিক লড়াই’। বিসর্জনের শোভাযাত্রা দেখতে লক্ষাধিক মানুষ রাস্তায় নামেন। ওই উৎসব যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, তার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করছে।
পুলিশ জানিয়েছে, নিহত রহিম শেখের বাড়ি কাটোয়ার কেশিয়ায়। তার বিরুদ্ধে হেরোইন বিক্রি-সহ নানা দুষ্কর্মের অভিযোগ ছিল। মাসখানেক আগে হেরোইন বিক্রির অভিযোগে তাকে গ্রেফতার করে বাঁকুড়ার পুলিশ। সম্প্রতি ছাড়া পেয়ে কাটোয়ায় ফিরেো সে ফের ওই ব্যবসা শুরু করেছিল বলে দাবি পুলিশের। বুধবার রাতে কাটোয়া-আজিমগঞ্জ রেললাইনের পাশে বসে তাস খেলার সময়ে এক দল দুষ্কৃতী তাকে লক্ষ করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রহিমের। পুলিশের দাবি, দুষ্কৃতীদের দু’টি গোষ্ঠীর গোলমালের জেরেই ঘটনাটি ঘটেছে। এর আগে গত সোমবার কাটোয়ার স্টেশন বাজার এলাকায় এক দল দুষ্কৃতী ব্যবসায়ীদের হুমকি দেয় বলে অভিযোগ। ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পুলিশের দ্বারস্থ হন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কার্তিক পুজোর সময়ে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সেই কারণে কেশিয়াতে পুলিশ পিকেট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর দু’দিন নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য চার জন ডিএসপি, ৭ জন ইনস্পেক্টর কোটায়া শহরে থাকবেন। তাঁদের সঙ্গে থাকবেন অন্তত ১৫০ জন পুলিশকর্মী। আজ থেকে শহরে রাস্তায় টহল দেবে র্যাফও। কাটোয়ার অতিরিক্ত পুলিশ সুপার তরুণ হালদার জানান, এছাড়াও এনসিসি, স্কাউট, প্রাক্তন হোমগার্ডদেরও স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োগ করা হয়েছে। যার সংখ্যা অন্তত ১৩০।
এসডিপিও (কাটোয়া) ধ্রুব দাস বলেন, “বোম্ব স্কোয়াডের কর্মীরা শুক্রবার সকালে মণ্ডপগুলি পরীক্ষা করে দেখবেন।” পুলিশ জানিয়েছে, গোয়েঙ্কা মোড়, বারোয়ারিতলা, লেনিন সরণী-সহ সাতটি জায়গায় কার্তিক লড়াইয়ের দিন পুলিশ ও পুরসভা যৌথভাবে সহায়তা শিবির করবে। পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে। তাদের পকেটে একটি কাগজে নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে রাখতে হবে। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাটোয়া শহর ও পানুহাট মিলে ১০০টিরও বেশি কার্তিক পুজো হচ্ছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে শহরের বেশ কিছু জায়গায় রাস্তা সংস্কার হয়েছে। বিভিন্ন রাস্তায় থাকছে পানীয় জলের ব্যবস্থা। সরু রাস্তায় নদর্মাগুলি ঢেকে দেওয়া হবে বলেও পুরসভা সূত্রে জানা গিয়েছে। শহরের বিভিন্ন জায়গায় থাকবে স্বাস্থ্যশিবিরও। |