ট্রাক খারাপ, যানজটে নাকাল যাত্রীরা |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মাঝরাস্তায় লরি বিকল হয়ে যাওয়ায় প্রায় দু’ঘণ্টা ধরে যানজটে নাজেহাল হলেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ দুর্গাপুর-বাঁকুড়া রোডে ঘটনাটি ঘটে। বাঁকুড়া থেকে দুর্গাপুরের দিকে আসছিল একটি ট্রাক। ডিভিস-ব্যারাজের উপর সেটির ইঞ্জিন খারাপ হয়ে যায়। দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহী যানবাহন। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কেটে যায় আরও ঘণ্টা খানেক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ব্যারাজের উপর মাঝ রাস্তায় ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সব যানবাহন দাঁড়িয়ে যায়। বড়জোড়ার দিকেও যানজট সৃষ্টি হয়। দু’দিকে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়। অন্যান্য দিনের তুলনায় মোটরবাইকের সংখ্যা বেশি ছিল এ দিন। ভাই ফোঁটা নিতে মোটরবাইকে করে বাঁকুড়ার পাত্রসায়র যাচ্ছিলেন ফরিদপুরের বাসিন্দা পলাশ নন্দী। তিনি বলেন, “পথে এমন বিপত্তি। জানি না কখন পৌঁছব!” আর এক মোটরবাইক আরোহী ‘সি জোন’-এর দেবাশিস পতির কথায়, “স্ত্রীকে খাতড়ায় ভাইয়ের কাছে পৌঁছে দিতে যাচ্ছি। এমন হবে ভাবিনি। বাঁকুড়ার সোনামুখি থানার ফকিরডাঙ্গা গ্রামের শিখা মণ্ডল আসছিলেন রাতুরিয়ায় দাদার বাড়িতে। তাঁরও একই অভিজ্ঞতা। |
দুর্গাপুর-বাঁকুড়া রোডে দুর্গাপুর ব্যারাজের
উপরে যানজট।
ছবি: বিকাশ মশান। |
এই ট্রাক বিকল হওয়ায়
যানজট হয়। —নিজস্ব চিত্র। |
|
শুধু ভাই-বোনেরা নন, বিপাকে পড়েন অফিসযাত্রীরা। সিটি সেন্টার থেকে বড়জোড়ায় কাজে যাচ্ছিলেন বেসরকারি এক সংস্থার কর্মী কাশীনাথ সরকার। তিনি বলেন, “সাড়ে ন’টায় অফিসে ঢোকার নিয়ম। দেরি হয়ে গেল।”
যানজটের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোকওভেন থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রাস্তা যানজট-মুক্ত করে তারা। পুলিশ জানায়, ব্যারাজের উপরে লরিটি বিকল হওয়ার পরেও এক দিকের রাস্তা ফাঁকা ছিল। আগে যাবেন ভেবে সবাই গাড়ি নিয়ে সরু রাস্তায় ঢুকে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ক্রেন দিয়ে গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। |
|