টুকরো খবর |
শহিদ স্মরণ রানিগঞ্জে |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
শহিদ সুকুমার বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভা করল তৃণমূল। ১৯৩৮ সালে রনিগঞ্জের বল্লভপুর পেপার-মিলে শ্রমিক আন্দোলন করতে গিয়ে কারখানার লরি চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। ১৯৬২ থেকে শহিদ বেদীতে তাঁর স্মরণসভা করত বামেরা। তবে গত বছর থেকে এই সভার আয়োজন করছে তৃণমূল। এ দিন উপস্থিত ছিলেন আসানসোলের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, রানিগঞ্জ পুরসভার তৃণমূল কাউন্সিলর হেনা খাতুন, রানিগঞ্জ ব্লক সভাপতি সেনাপতি মণ্ডল ও অন্যান্য নেতৃবৃন্দ।
|
কোথায় কী |
বর্ধমান
• সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজগঞ্জ। সন্ধ্যা ৭টা। গৈরিক সঙ্ঘ। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
কাটোয়া
• কার্তিক পুজো উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা। পানুহাট। সকাল ১০টা। উদ্যোগ: নিউ আপনজন ক্লাব।
• সঙ্গীত সন্ধ্যা। ঘোষহাট। সন্ধ্যা ৭টা। সংহতি পুজো কমিটি।
দুর্গাপুর
• সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাবের মাঠ। সন্ধ্যা ৭টা। উদ্যোগ: অঙ্গদপুর ফ্রেন্ডস ক্লাব।
জামুড়িয়া
• যাত্রানুষ্ঠান। বীরকুলটি। রাত ১০টা। |
|