টুকরো খবর
শহিদ স্মরণ রানিগঞ্জে
শহিদ সুকুমার বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভা করল তৃণমূল। ১৯৩৮ সালে রনিগঞ্জের বল্লভপুর পেপার-মিলে শ্রমিক আন্দোলন করতে গিয়ে কারখানার লরি চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। ১৯৬২ থেকে শহিদ বেদীতে তাঁর স্মরণসভা করত বামেরা। তবে গত বছর থেকে এই সভার আয়োজন করছে তৃণমূল। এ দিন উপস্থিত ছিলেন আসানসোলের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, রানিগঞ্জ পুরসভার তৃণমূল কাউন্সিলর হেনা খাতুন, রানিগঞ্জ ব্লক সভাপতি সেনাপতি মণ্ডল ও অন্যান্য নেতৃবৃন্দ।

কোথায় কী

বর্ধমান
• সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজগঞ্জ। সন্ধ্যা ৭টা। গৈরিক সঙ্ঘ। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

কাটোয়া
• কার্তিক পুজো উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা। পানুহাট। সকাল ১০টা। উদ্যোগ: নিউ আপনজন ক্লাব।
• সঙ্গীত সন্ধ্যা। ঘোষহাট। সন্ধ্যা ৭টা। সংহতি পুজো কমিটি।

দুর্গাপুর
• সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাবের মাঠ। সন্ধ্যা ৭টা। উদ্যোগ: অঙ্গদপুর ফ্রেন্ডস ক্লাব।

জামুড়িয়া
• যাত্রানুষ্ঠান। বীরকুলটি। রাত ১০টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.