বিষক্রিয়ায় মৃত্যু আরও ৪ জনের
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া |
পাণ্ডুয়ার গ্রামে বিষক্রিয়ায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭। রবিবার রাতে পায়রা গ্রামে পিকনিকের পরে অসুস্থ হয়ে পড়েন কয়েক জন। বাংলা মদ থেকেই বিষক্রিয়া ছড়ায় বলে প্রাথমিক অনুমান। সোমবার পাণ্ডুয়া এবং চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে তিন জনের মৃত্যু হয়। চার জনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানায়, সোমবার রাতে সেখানেই মারা যান বুধন পণ্ডিত (২৫), অরবিন্দ কর্মকার (২২), সোমনাথ মালিক (২৪) ও মেঘনাদ মালিক (২২)। বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাঁদের চুঁচুড়া আদালতে তোলা হয়। একজনকে পুলিশ হেফাজত এবং বাকিদের জেলহাজতে পাঠানো হয়।
|
পোলিও নিয়ে সচেতনতা শিবির
নিজস্ব সংবাদদাতা • মন্দিরবাজার |
পালস পোলিও টীকাকরণ নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করল মন্দির বাজার ব্লক স্বাস্থ্য দপ্তর। প্রায় এক মাস ধরে চলা কর্মসূচীর শেষ দিন সোমবার সচেতন মা-সন্তানের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মূলত সংখ্যালঘু এলাকায় পালস পোলিও নিয়ে সচেতনতার অভাব দেখা যাচ্ছিল। সেই সমস্যার সমাধানে স্বাস্থ্যকর্মীদের উদ্যোগী হতে বলা হয়। এই কর্মসূচী তারই অঙ্গ। সোমবার ৩০ জন মা ও শিশু উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে তিন মা ও শিশুকে পুরস্কৃত করার পাশাপাশি সকলকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দিয়ে বিএমওএইচ সুরজিৎ দাস বলেন, “পালস পোলিও টীকাকরণে সকলেই যাতে এগিয়ে আসেন সে জন্যই এই উদ্যোগ।”
|
দক্ষিণ ২৪ পরগনা জেলা আইসিডিএস এবং জেলা স্বাস্থ্য বিভাগের পরিচালনায় ও ক্যানিং-২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্বাস্থ্যশিবির ও পুষ্টিকর খাদ্য প্রদান অনুষ্ঠান হয়ে গেল জীবনতলা থানার খুঁচিতলা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। শিবিরে উপস্থিত ছিলেন ক্যানিংয়ের এসডিপিও শেখর সেন, আইসিডিএসের জেলা আধিকারিক অনিল সরকার ও ব্লক আধিকারিক পিনাকি গুপ্ত, ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার ইন্দ্রনীল সরকার প্রমুখ। |