চাঁদা নিয়ে বচসা থেকে মারামারির ঘটনা ঘটল আলিপুরদুয়ার শহরে। সোমবার রাতে ঘটনাটি ঘটে শহরে সাত নম্বর ওয়ার্ডে। চাঁদা না পেয়ে এক মহিলাকে চড় মারার অভিযোগ উঠেছে পুজো কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে। আলিপুরদুয়ার থানার আইসি সুদীপ ভট্টাচার্য বলেন, “পুজোর চাঁদা নিয়ে গোলমাল নিয়ে উভয় পক্ষ থানায় অভিযোগ জানান। রাতেই এলাকায় পুলিশ গিয়েছিল। তদন্ত চলছে।” এলাকার বাসিন্দা স্বপ্না বিশ্বাস বলেন, “পাড়ার কালী পুজোর জন্য যুবকেরা ১০০১ টাকা চাঁদা চায়। তা দিতে অস্বীকার করায় বাড়ির সামনে কয়েকটি চকলেট বোমা ফাটানো হয়। বাজির শব্দে শিশুদের অসুবিধা হচ্ছে বলে প্রতিবাদ করায় ওই যুবকরা বাড়িতে চড়াও হয়। আমি এবং আমার বৌদি প্রতিবাদ করি। সেই সময় এক যুবক আমাকে চড় মারে। পুলিশকে সব জানিয়েছি।” স্বপ্না দেবীর অভিযোগ মিথ্যা বলে দাবি করে ক্লাবের পক্ষে মমতা রায় বলেন, “এলাকার মহিলার পুজোর চাঁদা সংগ্রহ করেন। পুরুষেরা পাশে থাকে। স্বপ্না দেবীরা চাঁদা না দিয়ে উল্টে মহিলাদের আজেবাজে কথা বলেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় বচসা হয়। সেই সময় ওই পরিবারের এক জন আমাকে ধাক্কা মেরে ফেলে দেন। আমার ছেলে রাজু আমাকে বাঁচাতে আসে। আমরাও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।”
|
জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান অপসারণ এবং নতুন চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত সোমবার কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বিচারপতি বিচারপতি সৌমেন সেন তিন সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন। ফলে গত ৭ নভেম্বর ব্যাঙ্কের পরিচালন সমিতির বৈঠকে চেয়ারম্যানকে অপসারণ করার সিদ্ধান্ত আপাতত মুলতুবি রইল বলে ব্যাঙ্কের চেয়ারম্যান তথা ফরওয়ার্ড ব্লক নেতা গোবিন্দ রায়ের অনুগামীরা দাবি করেছেন। যদিও ব্যাঙ্কের তৃণমূলপন্থী সদস্যরা জানিয়েছে তারা হাইকোর্টে পাল্টা আবেদন করবেন। গোবিন্দবাবুর বিরুদ্ধে সরকারি আলু কেনার টাকা আত্মস্যাতের অভিযোগ দায়ের হওয়ার পরে তিনি জলপাইগুড়ি ছেড়ে চলে গিয়েছেন। জেলা পুলিশ সূত্রে গোবিন্দবাবুকে ফেরার হিসেবে দাবি করা হয়েছে।
|
জিএনএলএফের এক সমর্থককে পাথর দিয়ে মাথায় আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে মোর্চা সমর্থকদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটে কার্শিয়াংয়ের মিরিক থানার লেকের পাশে। পজখম কিশোরের নাম অর্পন রাই। তাঁর বাড়ি মিরিকে। কার্শিয়াংয়ের মহকুমা পুলিশ আধিকারিক নিমা শেরপা ভুটিয়া বলেন, “অভিযুক্তদের নামে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য ওই ঘটনায় তাদের কর্মী জড়িত থাকার ঘটনা অস্বীকার করেছেন। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “ওই ধরণের কোনও ঘটনার সঙ্গে আমাদের কর্মীরা জড়িত নন।” জিএনএলএফ নেতৃত্ব দাবি করেছেন, কার্শিয়াংয়ের মিরিক সহ বিভিন্ন এলাকায় তাদের সমর্থকরা সংগঠনের কাজকর্ম করছেন। সেটা মোর্চা সমর্থকরা ভাল ভাবে নিচ্ছেন না।
|
এক নাবলক ও নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। সোমবার ফালাকাটার চুয়াখোলা গ্রামে ঘটনাটি ঘটে। বাদাইটারি গ্রামের বাসিন্দা পাত্রের বয়স ১৭। ১৪ বছর বয়সী পাত্রীর রাতে বিয়ের অনুষ্ঠান ছিল। খাবারের আয়োজন চলছিল। খবর পেয়ে ফালাকাটা থানার আইসি ফরিদ হোসেন এবং যুগ্ম বিডিও তাপস কুমার পাল ওই বাড়িতে যান। দুই পক্ষকে বুঝিয়ে বিয়ে বন্ধ করান। যুগ্ম বিডিও বলেন, “সামান্য দেরি হলে বিয়ে হয়ে যেত। দুই পক্ষকে বুঝিয়ে বিয়ে বন্ধ করানো হয়েছে।” পাত্রের বাবা এবং পাত্রীর বাবা পরে বলেন, “ছেলেমেয়েদের বিয়ের বয়স হলে আমরা তাদের বিয়ে দেব।”
|
৩ ডিসেম্বরের মধ্যে গরুমারা ও নেওড়া সাফারির গাড়িগুলির ব্যক্তিগত রেজিস্ট্রেশন পাল্টে বাণিজ্যিক নম্বর করাতে নির্দেশ দিল বনবিভাগ। মঙ্গলবার।
|
কালীপুজার দিন বাজির আগুনে ছাই হয়ে গেল দুটি কৃষক পরিবারের সর্বস্ব। আগুনের তীব্রতায় স্ত্রী সন্তানদের নিয়ে বিকাশ দেবনাথ ও সুকুমার দেবনাথ নামের ওই দুই কৃষক কার্যত রাস্তায় এসে দাঁড়িয়েছেন। মঙ্গলবার দুপুরে শামুকতলা থানার পশ্চিমচেপানি গ্রামে ঘটনাটি ঘটেছে। আলিপুরদুয়ার দমকল কেন্দ্রে খবর গেলেও দমকল বাহিনীর পৌঁছাতে সময় লেগে যায় প্রায় ৪০ মিনিট। দমকলের দুটি ইঞ্জিন এসে ওই দুটি বাড়ি রক্ষা করতে না পারলেও বেঁচে যায় লাগায়ো ২৫টি বাড়ি। দমকল সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাদল দেবনাথ নামে এক কৃষকের গোয়ালঘরে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের বিকাশ ও সুকুমারবাবুর বাড়িতে। গ্রামবাসীরা আগুন নেভানো শুরু করলেও কিছুক্ষণের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় দুটি বাড়ি। আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ দেবনাথ জানান, দুটি পরিবারের ঘর, আসবাবপত্র, বাসন কাগজপত্র, জামাকাপড়, ধান পাট সবকিছু পুড়ে গিয়েছে। বাজির আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তদন্ত শুরু হয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রধান মাখন বর্মণ ওই দুটি পরিবারকে যতটা সম্ভব সাহায্য করা হবে বলে জানিয়েছেন। |
ডুয়ার্সের বন্ধ চা বাগান খোলার আর্জি নিয়ে জন বার্লা, শুক্রা মুন্ডারা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের দ্বারস্থ হলেন। মঙ্গলবার সেবকের কাছে মংপং বন বাংলোতে তাঁরা মন্ত্রীর সঙ্গে দেখা করেন। শুক্রা মুন্ডা জানান, ডুয়ার্সের বন্ধ চা বাগান নিয়ে বিশেষ করে ঢেকলাপাড়া চা বাগান নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বেহাল রাস্তা এবং ডুয়ার্সে হিন্দি কলেজ তৈরির বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী বিষয়গুলি দেখছেন বলে জানিয়েছেন। |