খেলার টুকরো খবর

চ্যাম্পিয়ন কাশীপুর
হুড়া ব্লকের হিজুলি ষোলআনা ফুটবল কমিটি পরিচালিত দু’দিনের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল কাশীপুর দলদলি চিতা ক্লাব। গত রবিবার ফাইনালে তাঁরা রুদ্ধশ্বাস ম্যাচে এমসি কালেকশন দুবড়াকে ১-০ গোলে হারিয়ে দেয়। বিজয়ী ও বিজিত দলকে ট্রফি-র সঙ্গে আর্থিক পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প বিষয়ক মন্ত্রী শান্তিরাম মাহাতো। সেমিফাইনালে ওঠা বাকি দুই দল বাঘড়া যুব সংঘ ও হুড়ার বিএনএস স্পোর্টিং ক্লাবকেও পুরস্কার দেওয়া হয়। ১৬টি দল যোগ দিয়েছিল।

রবিবার ফাইনাল
পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ন পরিচালিত ‘স্পিড ট্রাস্ট পরিবার চ্যাম্পিয়ন ট্রফি ২০১২’ নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠল মশাগ্রাম এভারগ্রিন ক্লাব। সোমবার পাত্রসায়র ফুটবল মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মশাগ্রাম এভারগ্রিন ১-০ গোলে সোনামুখী ইয়ুথ কর্নারকে হারায়। গোলটি করেন সুরজিৎ ধাড়া। রবিবার মশাগ্রাম এভারগ্রিন ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফাইনাল ম্যাচ হবে।

মহিলা ফুটবল
‘জন উদ্যোগে জনস্বাস্থ্য কর্মসূচি’র প্রসারের লক্ষ্যে কাশীপুর পঞ্চায়েত সমিতি ও গগনাবাইদ পঞ্চায়েতের উদ্যোগে মহিলা ফুটবল হল। দৌলতপুর আদিবাসী একাদশ টাইব্রেকারে টুপারডি আদিবাসী ঘুরকা পিপিল গাঁওতাকে পরাজিত করে। উপস্থিত ছিলেন কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সত্যনারায়ণ বাউরি।

টেবিল টেনিস
ছবি: সুজিত মাহাতো।
রাজ্যস্তরের স্কুল স্ট্রেট টেবিল টেনিস টুর্নামেন্টে অনূর্ধ্ব ১৯ বিভাগে রানার্স হল পুরুলিয়া জেলা স্কুল। গত ৪-৬ নভেম্বর চুঁচুড়ায় এই টুর্নামেন্টের ফাইনালে শিলিগুড়ি ৩-০ তে পুরুলিয়া জেলাকে হারিয়ে দেয়। পুরুলিয়ার প্রশিক্ষক তারকনাথ দত্ত বলেন, “ফাইনালে তিনটি সেটে হারলেও আমাদের ছেলেরা লড়াই করেছিল।”

বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত বিএসএ শিল্ডের ফুটবল টুর্নামেন্টে
রাজ্য বিদ্যুৎ পর্ষদকে সাডেন ডেথে হারিয়ে সেমিফাইনালে উঠল
কলকাতার ঐক্য সম্মিলনী। নিজস্ব চিত্র।

সংক্ষেপে
• নির্ধারিত ৫ নভেম্বরের বদলে আগামী ১৯ নভেম্বর হতে চলেছে তারাপীঠ মিলন সঙ্ঘ পরিচালিত ৮ দলীয় জয়তারা উইনার্স এবং জয়বাম রানার্স ফুটবল প্রতিযোগিতার ফাইনাল। ওই দিন মুখোমুখি হবে বর্ধমানের পালিগ্রাম মা মনসা আদিবাসী ক্লাব ও আসানসোলের পরাসিয়া ডায়মন্ড ক্লাব। গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় চিলার মাঠে ওই প্রতিযোগিতা শুরু হয়েছিল। উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ যথাক্রমে ৭০০০ এবং ৪০০০ টাকা পুরস্কার দেওয়া হবে।

• ময়ুরেশ্বরের লোকপাড়া প্রতিবাদ ক্লাবের পরিচালনায় শুরু হয়েছে ১৬ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা। আগামী ১৭ নভেম্বর প্রতিযোগিতার সপ্তম দিনের খেলায় মুখোমুখি হবে স্থানীয় ক্ষেত্রঘোষী আদিবাসী মিলন সঙ্ঘ ও সিউড়ি টাউন ক্রাউন ক্লাব। ঠিক পরের দিনই তারাপীঠ ফুটবল টিমের বিরুদ্ধে মাঠে নামবে কুমারপুর কালীমাতা ক্লাব। ইতিমধ্যেই প্রতিযোগিতার অন্যান্য খেলায় জয়ী হয়েছে পারুলিয়া তরুণ সঙ্ঘ (লোকপাড়া সিধু-কানহু যুব সঙ্ঘকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে), দেওয়ানগঞ্জ মা মনসা ক্লাব (১-০ গোলে হারিয়েছে বলাইপুর ফুটবল একাদশকে) ও ঢোলকাঁটা সিধু কানহু উইহার গাঁওতা (নান্দুলিয়া রেয়াড় ঝার্ণা ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে)। আগামী ১৬ ডিসেম্বর এই প্রতিযোগিতার ফাইনাল।

• বীরভূম জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ও বোলপুর টাউন ক্লাব আয়োজিত সিনিয়র আন্তঃক্লাব ফুটবল লিগে সিউড়ি ত্রাণ সমিতিকে হারাল মাড়গ্রাম সোনালি স্পোর্টিং ক্লাব। গত ৯ নভেম্বর বোলপুর টাউন ক্লাবের মাঠে ত্রাণ সমিতিকে ৭-২ গোলে হারায় সোনালি স্পোর্টিং। আগামী ১৬ নভেম্বর লিগের পরবর্তী খেলায় নুরপুর আমবাগান পল্লী উন্নয়ন সমিতির মুখোমুখি হবে তারা। প্রতিযোগিতার ফাইনাল হবে আগামী ১৮ নভেম্বর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.