হুড়া ব্লকের হিজুলি ষোলআনা ফুটবল কমিটি পরিচালিত দু’দিনের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল কাশীপুর দলদলি চিতা ক্লাব। গত রবিবার ফাইনালে তাঁরা রুদ্ধশ্বাস ম্যাচে এমসি কালেকশন দুবড়াকে ১-০ গোলে হারিয়ে দেয়। বিজয়ী ও বিজিত দলকে ট্রফি-র সঙ্গে আর্থিক পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প বিষয়ক মন্ত্রী শান্তিরাম মাহাতো। সেমিফাইনালে ওঠা বাকি দুই দল বাঘড়া যুব সংঘ ও হুড়ার বিএনএস স্পোর্টিং ক্লাবকেও পুরস্কার দেওয়া হয়। ১৬টি দল যোগ দিয়েছিল।
|
পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ন পরিচালিত ‘স্পিড ট্রাস্ট পরিবার চ্যাম্পিয়ন ট্রফি ২০১২’ নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠল মশাগ্রাম এভারগ্রিন ক্লাব। সোমবার পাত্রসায়র ফুটবল মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মশাগ্রাম এভারগ্রিন ১-০ গোলে সোনামুখী ইয়ুথ কর্নারকে হারায়। গোলটি করেন সুরজিৎ ধাড়া। রবিবার মশাগ্রাম এভারগ্রিন ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফাইনাল ম্যাচ হবে।
|
‘জন উদ্যোগে জনস্বাস্থ্য কর্মসূচি’র প্রসারের লক্ষ্যে কাশীপুর পঞ্চায়েত সমিতি ও গগনাবাইদ পঞ্চায়েতের উদ্যোগে মহিলা ফুটবল হল। দৌলতপুর আদিবাসী একাদশ টাইব্রেকারে টুপারডি আদিবাসী ঘুরকা পিপিল গাঁওতাকে পরাজিত করে। উপস্থিত ছিলেন কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সত্যনারায়ণ বাউরি।
|
রাজ্যস্তরের স্কুল স্ট্রেট টেবিল টেনিস টুর্নামেন্টে অনূর্ধ্ব ১৯ বিভাগে রানার্স হল পুরুলিয়া জেলা স্কুল। গত ৪-৬ নভেম্বর চুঁচুড়ায় এই টুর্নামেন্টের ফাইনালে শিলিগুড়ি ৩-০ তে পুরুলিয়া জেলাকে হারিয়ে দেয়। পুরুলিয়ার প্রশিক্ষক তারকনাথ দত্ত বলেন, “ফাইনালে তিনটি সেটে হারলেও আমাদের ছেলেরা লড়াই করেছিল।”
|
|
বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত বিএসএ শিল্ডের ফুটবল টুর্নামেন্টে
রাজ্য বিদ্যুৎ পর্ষদকে সাডেন ডেথে হারিয়ে সেমিফাইনালে উঠল
কলকাতার ঐক্য সম্মিলনী। নিজস্ব চিত্র। |
|
• নির্ধারিত ৫ নভেম্বরের বদলে আগামী ১৯ নভেম্বর হতে চলেছে তারাপীঠ মিলন সঙ্ঘ পরিচালিত ৮ দলীয় জয়তারা উইনার্স এবং জয়বাম রানার্স ফুটবল প্রতিযোগিতার ফাইনাল। ওই দিন মুখোমুখি হবে বর্ধমানের পালিগ্রাম মা মনসা আদিবাসী ক্লাব ও আসানসোলের পরাসিয়া ডায়মন্ড ক্লাব। গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় চিলার মাঠে ওই প্রতিযোগিতা শুরু হয়েছিল। উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ যথাক্রমে ৭০০০ এবং ৪০০০ টাকা পুরস্কার দেওয়া হবে।
• ময়ুরেশ্বরের লোকপাড়া প্রতিবাদ ক্লাবের পরিচালনায় শুরু হয়েছে ১৬ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা। আগামী ১৭ নভেম্বর প্রতিযোগিতার সপ্তম দিনের খেলায় মুখোমুখি হবে স্থানীয় ক্ষেত্রঘোষী আদিবাসী মিলন সঙ্ঘ ও সিউড়ি টাউন ক্রাউন ক্লাব। ঠিক পরের দিনই তারাপীঠ ফুটবল টিমের বিরুদ্ধে মাঠে নামবে কুমারপুর কালীমাতা ক্লাব। ইতিমধ্যেই প্রতিযোগিতার অন্যান্য খেলায় জয়ী হয়েছে পারুলিয়া তরুণ সঙ্ঘ (লোকপাড়া সিধু-কানহু যুব সঙ্ঘকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে), দেওয়ানগঞ্জ মা মনসা ক্লাব (১-০ গোলে হারিয়েছে বলাইপুর ফুটবল একাদশকে) ও ঢোলকাঁটা সিধু কানহু উইহার গাঁওতা (নান্দুলিয়া রেয়াড় ঝার্ণা ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে)। আগামী ১৬ ডিসেম্বর এই প্রতিযোগিতার ফাইনাল।
• বীরভূম জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ও বোলপুর টাউন ক্লাব আয়োজিত সিনিয়র আন্তঃক্লাব ফুটবল লিগে সিউড়ি ত্রাণ সমিতিকে হারাল মাড়গ্রাম সোনালি স্পোর্টিং ক্লাব। গত ৯ নভেম্বর বোলপুর টাউন ক্লাবের মাঠে ত্রাণ সমিতিকে ৭-২ গোলে হারায় সোনালি স্পোর্টিং। আগামী ১৬ নভেম্বর লিগের পরবর্তী খেলায় নুরপুর আমবাগান পল্লী উন্নয়ন সমিতির মুখোমুখি হবে তারা। প্রতিযোগিতার ফাইনাল হবে আগামী ১৮ নভেম্বর। |