মাইক্রোসফট ছাড়লেন স্টিভেন সিনফস্কি
সংবাদসংস্থা • সিয়াটল |
মাইক্রোসফট ছাড়লেন সংস্থার উইন্ডোজ বিভাগের কর্তা স্টিভেন সিনফস্কি। সংস্থার সিইও স্টিভ বালমের এক বার্তায় এ কথা জানান। কেন মাইক্রোসফট ছাড়ার সিদ্ধান্ত নিলেন স্টিভেন, তা নিয়ে কিছু বলা হয়নি। উইন্ডোজ ৮ আনার মাত্র দু’সপ্তাহের মধ্যে সিনফস্কির এই সিদ্ধান্ত অবাক করেছে সংশ্লিষ্ট মহলকে। কারণ আগামী কয়েক বছরে তাঁকেই বালমের-এর উত্তরসূরি মনে করছিল তারা। তবে অনেকের দাবি, সংস্থার সব স্তরের কর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ না-করতে পারার কারণেই শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত। ১৯৮৯-এ মাইক্রোসফটে যোগ দেওয়ার পর উইন্ডোজ বিভাগটি অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন স্টিভেন। তাঁর নেতৃত্বে এক দশকেরও বেশি সময় কম্পিউটারের প্রযুক্তির দিক থেকে সবচেয়ে আগে ছিল মাইক্রোসফট। ইদানীং অ্যাপল ও গুগলের প্রযুক্তির পাশে পিছিয়ে পড়ছিল সংস্থাটি। বাজার ফিরে পেতে এখনও পর্যন্ত উইন্ডোজের সবচেয়ে উন্নততম মডেল এনেছে সংস্থা। তাই এই সময়ে তাঁর সংস্থা ছাড়ার খবরে হতাশা চেপে রাখতে পারেননি বিশেষজ্ঞরা।
|
দীপাবলির রোশনাইয়ে কোপ উৎপাদনশীলতায়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দেওয়ালি বড়সড় কোপ বসাতে পারে ভারতীয় কর্পোরেট সংস্থাগুলির উৎপাদনশীলতায়। জানাচ্ছে বণিকসভা অ্যাসোচ্যামের এক সমীক্ষা। সেখানে বলা হয়েছে, উৎসব পালনের জন্য দেওয়ালির আগে বা পরে বিভিন্ন সংস্থায় প্রতি পাঁচ জনের মধ্যে এক জনই ছুটি নেওয়ার পরিকল্পনা করেছেন। অনেকে আবার দৈনিক কাজের সময় ৮ থেকে এক ধাক্কায় কমিয়ে দিচ্ছেন ৪ ঘণ্টায়। ফলে কাজ করার মতো যথেষ্ট লোক পাওয়া যাচ্ছে না বিভিন্ন সংস্থায়। আর এরই জেরে এই সময়ে শিল্পোৎপাদন এক ধাক্কায় কমতে পারে ২৫%। অ্যাসোচ্যাম ‘প্রোডাক্টিভিটি স্লাম্প ডিওরিং দিওয়ালি উইক’ শীর্ষক ওই সমীক্ষা চালিয়েছে কলকাতা, দিল্লি ও সংলগ্ন এলাকা, মুম্বই, আমদাবাদ, হায়দরাবাদ, পুণে, দেরাদুন-সহ দেশের প্রথম সারির শহরগুলিতে। এমনিতে উৎসবের সময় উৎপাদনশীলতায় একটু ভাটা পড়তেই দেখা যায় বরাবর। সাধারণত বছরে শিল্পোৎপাদন বৃদ্ধির যা হার হয়, দেওয়ালির মাসে তা অনেকটাই কমে যায় বলে জানিয়েছেন বণিকসভাটির সেক্রেটারি জেনারেল ডি এস রাওয়াত। বহু দিন ধরে চলে আসা ধারা অব্যাহত রয়েছে এ বছরেও। উৎপাদনশীলতার এই মন্থর গতি নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে বলে মত বিশেষজ্ঞদের। |