টুকরো খবর
এফবিআই হানা পলার বাড়িতে
তদন্ত শেষ বলে ঘোষণা করা সত্ত্বেও পলা ব্রডওয়েলের বাড়িতে খানাতল্লাশি চালালেন এফবিআই-এর কতার্রা। আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার রাতেই পদত্যাগী সিআইএ প্রধান ডেভিড পেত্রাইউসের প্রেমিকা পলার নর্থ ক্যারোলাইনার বাড়িতে আসেন তাঁরা। তবে সেখানে ঠিক কী ধরনের প্রমাণের সন্ধান চলছে, তা স্পষ্ট ভাবে জানায়নি এফবিআই। অন্য দিকে পেত্রাইউস-পলা কাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে জন অ্যালেন নামে এক উচ্চপদস্থ কম্যান্ডারের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। মার্কিন ইউরোপীয় কম্যান্ডের দায়িত্ব পাওয়ার কথা ছিল অ্যালেনের। কিন্তু প্রতিরক্ষা সচিব লিওন পানেত্তার আজকের বিবৃতির পরে অ্যালেনের নাম ঘোষণা স্থগিত রেখেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। পানেত্তার দাবি, এফবিআই তাঁর কাছে অ্যালেনের বিষয়ে কিছু বিশেষ তথ্য জানিয়েছে। যেখানে স্পষ্ট ভাবে কিছু বলা না হলেও দাবি করা হচ্ছে, পলা যে মহিলাকে হুমকি মেল পাঠিয়েছিলেন, তাঁর সঙ্গে ‘আপত্তিজনক যোগাযাগ’ রাখতেন অ্যালেন। প্রত্যক্ষদর্শীরা জানান পলার বাড়িতে অদ্ভুত দেখতে কিছু বাক্স নিয়ে ঢোকেন এফবিআই কর্তারা। একাংশের দাবি, এমন বাক্স মূলত তথ্যপ্রমাণ জোগাড় করার সময়েই ব্যবহার করা হয়ে থাকে। তা থেকেই কারও কারও আন্দাজ, আদৌ পেত্রাইউসের মাধ্যমে পলা কোনও গোপন তথ্য বা নথি জোগাড় করেছেন কি না, সে ব্যাপারে জানতেই এই তল্লাশি চালাচ্ছেন তাঁরা।

বিক্ষোভের মুখে চার্লস
যুবরাজ চার্লস ও তাঁর স্ত্রীর উপর ঘোড়ার মল ছুড়তে উদ্যত এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। নাম স্যাম ব্রাকানোভ। নিউজিল্যান্ডের বাসিন্দা ওই ব্যক্তি পুলিশের চোখে রাজতন্ত্র বিরোধী হিসেবেই পরিচিত। আদালতের কড়া নির্দেশ, নিউজিল্যান্ড সফরকালীন যুবরাজ চার্লসের ধারে কাছেও যেন আসতে না পারেন স্যাম ব্রাকানোভ।

মালালাকে শান্তি নোবেলের দাবি
মালালা ইউসুফজাইকে শান্তির নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হোক। হিলারি ক্লিনটন সহ সব মার্কিন নেতাদের কাছে এমন আবেদন জানিয়ে ইন্টারনেটে প্রচার শুরু হল আমেরিকায়। এই প্রচারকে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন বহু মানুষ। তালিবানের ফতোয়ার বিরূদ্ধে গিয়ে মেয়েদের শিক্ষার প্রসারে প্রচার চালানোর অপরাধে গুলি করা হয় এই সাহসী পাকিস্তানি কিশোরীকে।

রকেট হানা
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বাসভবনের সামনে রকেট হামলায় নিহত হলেন এক জন। রকেট হামলা চালানো হয় কাবুল বিমানবন্দরের সামনেও। হামলার দায় স্বীকার করেছে মুজাহিদিন জঙ্গি গোষ্ঠী।

বাড়ল মৃত্যু
মায়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬। নিখোঁজ আরও ১২। আহতের সংখ্যা প্রায় ২৩০। প্রশাসন সূত্রে খবর, ওই ভূমিকম্পে ভেঙেছে ২৫১টি বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে ২২টি হাসপাতাল ও ৪৮টি সরকারি দফতর।

মৎস্যজীবীদের মুক্তি
১৫ জন ভারতীয় মৎস্যজীবী মুক্তি পেলেন করাচি জেল থেকে। সোমবার রাতে তাঁরা ভারতে পৌঁছন। জলসীমা লঙ্ঘন করায় তাঁদের গ্রেফতার করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.