আজকের শিরোনাম
নেপালে জেল ভেঙে পালাল কুখ্যাত দুষ্কৃতী
নেপালে জেল ভেঙে পালাল কুখ্যাত দুষ্কৃতী সুব্রত বায়েন-সহ আরও ৫ ভারতীয় বন্দি। সুব্রত বাংলাদেশের কুখ্যাত দুষ্কৃতী। নেপাল প্রশাসন সূত্রে খবর, ৮২ মিটার সুড়ঙ্গ খুঁড়ে পালিয়েছে মোট ১২ জন কয়েদি। আরও জানা গিয়েছে, এই পরিকল্পনার মাস্টারমাইন্ড ওই সুব্রতই। সে বাংলাদেশ ও ভারতের মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতী। সুব্রত জাল নোটের চক্র চালাত বলে রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এর জন্য ২০০৮-এ এসটিএফ-এর হাতে ধরাও পড়েছিল সে। কিন্তু জামিনে ছাড়া পাওয়ার পর ফের তার কারবারকে আরও সমৃদ্ধ করে তোলে ভারত, নেপাল ও বাংলাদেশে। নেপালে সে নাম ভাড়িয়ে কারবার চালাত বলে গোয়েন্দারা জানিয়েছেন। ২০০৯-এ ফের নেপালে গ্রেফতার হয় এই কুখ্যাত দুষ্কৃতী। তার জেল ভেঙে পালানোর ঘটনায় সতর্কবার্তা পাঠানো হয়েছে রাজ্য পুলিশকে।

সোনারপুরে বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতি
সোনারপুরের গ্রিনপার্ক এলাকায় বৃদ্ধ দম্পতির বাড়িতে গত রাতে হামলা চালাল ৭ জনের এক দল ডাকাত। জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই দম্পতিকে বেঁধে লুঠপাট চালায় ডাকাতরা। প্রায় ১৫ ভরি সোনা ও নগদ ২৬ হাজার টাকা নিয়ে চম্পট দেয় তারা। আজ সকালে প্রতিবেশীরা ওই দম্পতিকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশকেও।

চাকরির পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু পরীক্ষার্থীর
বহরমপুর স্টেডিয়ামে বিদ্যুত্ পর্ষদের চতুর্থ শ্রেণির চাকরির পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু হল এক পরীক্ষার্থীর। মৃতের নাম মনোতোষ সরকার। তাঁর বাড়ি কৃষ্ণনগরের আনন্দনগরে। আজ ওই পদের জন্য তাঁর শারীরিক পরীক্ষা ছিল। তাঁর সঙ্গে কয়েকজন বন্ধুও এসেছিল। তাদেরও শারীরিক পরীক্ষা ছিল। জানা গিয়েছে, সকাল ৭টা নাগাদ ৩০০ মিটার দৌড়ের সময় হঠাত্ই মাঠে পড়ে যায় মনোতোষ। সঙ্গে সঙ্গে তাঁকে বহরমপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্ট্রোকের কারণেই মনোতোষের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। এই ঘটনায় শোকস্তব্ধ তাঁর বন্ধু ও পরিজনেরা।

লিলুয়ায় আটক প্রচুর শব্দবাজি
গতকাল মধ্যরাতে লিলুয়ার চকপাড়া থেকে ১৯০০ কেজি শব্দবাজি আটক করল পুলিশ। দু’টি ট্রাকবোঝাই করে আনা হয়েছিল বাজি। সেইগুলো খালাস করার সময় গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করতে না পারলেও ট্রাক দু’টিকে থানায় নিয়ে যায়। কোথা থেকে শব্দবাজিগুলি আনা হয়েছে এবং কারা এনেছেন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতকদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি।

কাঁথিতে বাজি কারখানায় আগুন, মৃত ৪
পূর্ব মেদিনীপুরের কাঁথির হিরাকোনিয়ায় এক বাজির কারখানায় আগুন লাগে গত রাতে। প্রচন্ড বিস্ফোরণে উড়ে যায় বাড়ির চালও। ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতেরা সকলেই মহিলা। আহত আরও এক শিশু-সহ ২ জন। তাঁদের বহরমপুর হাসপাতালে ভর্তি হয়েছে। গ্রামবাসীরা জানান, রাম কামিলা নামে এক ব্যক্তি বেআইনিভাবে বাড়িতে বাজি তৈরি করতেন। বাড়িতে মজুত ছিল প্রচুর বাজি। রাতে প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ শুনে তারা বাইরে এসে দেখেন রামের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে যায়। কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। এ দিকে এই ঘটনার পর থেকে পলাতক রাম কামিলা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.