অস্ত্র বিক্রির ফাঁদেই ধৃত দাগি দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা |
ভেড়ির মাটি কেটে বিক্রি করা থেকে অস্ত্র কারবারি, এমন নানা অভিযোগ থাকা সত্ত্বেও দশ বছরে ধরা যায়নি তাকে। অভিযোগ, পুলিশের হাত থেকে বাঁচতে গা-ঢাকা দিয়েছিল একাধিক প্রতিবেশী রাষ্ট্রে। শেষ পর্যন্ত অস্ত্র বিক্রির ফাঁদেই ধরা পড়ল ওই দুষ্কৃতী মহসিন গাজি। তাকে জেরা করে পুলিশ জেনেছে, অস্ত্রের কারবার ছাড়াও খুন-সহ নানা অপরাধের সঙ্গে যোগ রয়েছে তার। তদন্তকারীদের ধারণা, মহসিনকে ধরে আরও কিছু দুষ্কৃতী চক্রের হদিস মিলবে। দিন কয়েক আগে পুলিশ জানতে পারে, ভিন্ দেশের কারবারিদের থেকে অস্ত্র কিনবে মহসিন। অস্ত্রের ক্রেতা সেজেই মহসিনকে ধরার জন্য ফাঁদ পাতা হয়। বৃহস্পতিবার সেই ফাঁদে পা দিয়ে বিধাননগর কমিশনারেটের বিশেষ দলের হাতে ধরা পড়ে সে। পুলিশের একটি সূত্র বলছে, ২০০২ থেকে এ রাজ্যে নিজের জমি তৈরি শুরু করে মহসিন। প্রথমে ভেড়ির মাটি কেটে বিক্রি করে প্রচুর টাকা আয় করে সে। তা দিয়ে নদীপথে প্রতিবেশী দেশ থেকে অস্ত্র আমদানি করে এ দেশে বিক্রি শুরু করে। বিভিন্ন দুষ্কৃতী দলের সঙ্গেও তার যোগাযোগ গড়ে ওঠে। নিজের দলও তৈরি করে মহসিন। অভিযোগ, ২০০৯ সালে কালু শেখ নামে এক দুষ্কৃতীকে খুন করে গা-ঢাকা দেয় সে। বছরখানেক আগে ফের এ রাজ্যে ঘাঁটি গাড়ে। তদন্তকারীরা জানান, কয়েক মাস ধরে এ রাজ্যে থাকলেও তার সম্পর্কে জানতে পারেননি গোয়েন্দারা। সম্প্রতি ভাঙড়ে একটি গোলমালের ঘটনায় ফের মহসিনের নাম জানা যায়। গোয়েন্দারা জানতে পারেন, রাজারহাট-নিউ টাউনে তার গতিবিধি ছিল। ওই এলাকার বিভিন্ন শপিং মলেও সে নিয়মিত যেত। ওই সব এলাকার থানাগুলিকে সতর্ক করে প্রশাসন।
|
ব্যবসায়ী খুন, গ্রেফতার ১ |
বিশ্বাস করে যাদের হাতে গাড়ি তুলে দিয়েছিলেন, সেই চালক ও খালাসিই একবালপুরের একটি পরিবহণ সংস্থার মালিক সইফ খানকে খুন করলেন বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে চালক সন্তোষ মাহাতোকে। পুলিশ জানায়, ট্রেলারে করে বিশাখাপত্তনমে মালপত্র পাঠানোর পরে অগস্ট মাসে সেটি আনতে যান সইফ। তার পর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। ওড়িশার একটি ধাবা থেকে খালি ট্রেলারটি উদ্ধার হয়। সইফের পরিবারের তরফে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। সন্দেহের তির ছিল খালাসি ও চালকের দিকেই। তদন্তে নেমে ঘটনার মাস তিনেক পরে পুরুলিয়া থেকে সন্তোষকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে আলিপুর আদালতে হাজির করানো হলে ১৬ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশের দাবি, জেরায় সন্তোষ স্বীকার করেছে, বিশাখাপত্তনম থেকে ফেরার পথে সইফকে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। গাড়ির খালাসি মহম্মদ আব্দুলও এই খুনে জড়িত। তার খোঁজ চলছে। আব্দুলের বাড়ি কৃষ্ণনগরে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন।
|
মুখ্যমন্ত্রীর নির্দেশে ভিক্টোরিয়ার উত্তর দিকে প্রবেশপথের সামনের অংশ নতুন ভাবে সাজানো হচ্ছে। ওই এলাকায় থাকা কয়েক জন হকারেরও জায়গা বদল হবে। ইতিমধ্যেই এলাকাটি ঘুরে দেখেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মেয়র শোভন চট্টোপাধ্যায় ও পুলিশ কমিশনার রঞ্জিত পচনন্দা। শুক্রবার মেয়র জানান, ওই এলাকায় ঝর্না আছে। আলো ও ধ্বনি সহযোগে সেখানে অনুষ্ঠান হত। তা এখন বন্ধ আছে। মেয়র পারিষদ (পার্ক) দেবাশিস কুমার জানান, কয়েক জন হকারের জন্য ফোয়ারার সামনের অংশ ঢাকা পড়ে গিয়েছে। তাঁদের অন্যত্র সরতে বলা হয়েছে। খুব শীঘ্রই এলাকা সাজিয়ে ফোয়ারা চালু হবে।
|
মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্টহাউসে শুক্রবার এক বিদেশির পচাগলা দেহ মিলল। মৃত ফ্রস্ট ড্যানিয়েল ব্যারেট (২৭) ইংল্যান্ডের বাসিন্দা। পুলিশ জানায়, একটি ঘর থেকে দুর্গন্ধ বেরোনোয় গেস্টহাউস মালিক থানায় জানান। পুলিশ দেহটি উদ্ধার করে। ট্যুরিস্ট ভিসা ও হাঁপানির ওষুধ মিলেছে। ৬ নভেম্বর ঘর ভাড়া নিয়ে ফ্রস্ট আর বেরোননি বলে গেস্টহাউস মালিক পুলিশকে জানান। পুলিশের অনুমান, হৃদরোগের জেরে এই মৃত্যু।
|
রেলের চাকরির পরীক্ষা দিতে এসে পুলিশের হাতে গ্রেফতার হলেন ভুয়ো পরীক্ষার্থী দুই যুবক। পুলিশ জানায়, ধৃত শশী প্রকাশ এবং জগদেব কুমার বিহারের বাসিন্দা। বৃহস্পতিবার গার্ডেনরিচে রেলের অফিসে ইন্টারভিউ চলার সময়ে জগদেবের আচরণ দেখে রেল কর্তৃপক্ষের সন্দেহ হলে পুলিশে খবর দেন তাঁরা। পরে পশ্চিম বন্দর থানার পুলিশ অভিযুক্ত জগদেব কুমারের সঙ্গে শশী প্রকাশকেও গ্রেফতার করে।
|
চাহিদা মতো চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা সকলেই ঠাকুরপুকুরের এক ক্লাবের সদস্য। পুলিশ জানায়, ঠাকুরপুকুরের জীবনানন্দ নগরের এক বাসিন্দা অভিযোগ করেন চাহিদা মতো চাঁদা না দেওয়ায় তাঁকে অভিযুক্ত ক্লাব সদস্যেরা মারধর করেন। এর পরেই ক্লাবের সম্পাদক-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
|
এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে, রাজা রামমোহন রায় সরণিতে। মৃতার নাম মায়া পাল (৫৭)। পুলিশ জানায়, ওই মহিলা দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশের অনুমান, সে কারণেই তিনি আত্মহত্যা করেছেন।
|
শুক্রবার বিকেলে লেনিন সরণিতে অটো ভ্যান উল্টে আহত হন সাত জন। গুরুতর জখম দু’জন হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। আহতরা সকলেই ভ্যানের আরোহী বলে পুলিশ সূত্রে খবর। |