ঘূর্ণিঝড় নীলম শেষ পর্যন্ত রেহাই দিচ্ছে না পশ্চিমবঙ্গকে।
নীলমের প্রভাবে তৈরি হওয়া নিম্নচাপ অক্ষরেখাটিও অতি শক্তিশালী হওয়ায় গোটা পূর্ব ভারতেই আগামী দু’দিন বৃষ্টি হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। তারা জানাল, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বেশ কিছু এলাকায় মাঝারি থেকে স্বল্পভারী বৃষ্টির সম্ভবনা আছে আগামী দু’দিন। উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে তামিলনাড়ুর মামল্লপুরমে আঘাত করা ঘূর্ণিঝড় নীলম বৃহস্পতিবারই অনেকটা দুর্বল হয়ে যায়। বৃহস্পতিবারই দুর্বল ওই ঘূর্ণিঝড় একটি নিম্নচাপ অক্ষরেখার জন্ম দিয়েছিল। সংলগ্ন বায়ুপ্রবাহের জেরে শুক্রবার নিম্নচাপ অক্ষরেখাটি শক্তিশালী হয়ে পড়ে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ্রা। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুল চন্দ্র দেবনাথ বলেন, “ শক্তিশালী ওই নিম্নচাপ অক্ষরেখাটি কর্নাটক থেকে বিহার পর্যন্ত বিস্তৃত আছে। তার ফলে বিরাট একটা এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।”
এর জেরে বৃহস্পতিবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘ ঢুকছে। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে শীত শীত ভাবটা কমে গিয়েছে। শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘে ঢাকা। সারা দিনে সূর্যের দেখা মেলেনি। কোথাও ভোরের দিকে কোথাও বা দুপুরের পরেও ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ, শনিবার ও কাল রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। মাঝারি বৃষ্টি হবে মালদহ এবং দুই দিনাজপুরে। এই নিম্নচাপ অক্ষরেখাটি দুর্বল হয়ে গেলেই জলীয়বাষ্পও কম ঢুকবে। তার পরেই ফের উত্তুরে হাওয়া ঢুকে পড়বে দক্ষিণবঙ্গে। কমতে শুরু করবে সর্বনিম্ন তাপমাত্রাও। ফিরে আসবে শীত শীত ভাব। |