পুস্তক পরিচয় ৪...
নির্মোহ মূল্যায়নে অরুচি
‘বাবাকে বলতে শুনেছিলাম‘‘...’ জওহরলাল নেহরু ও ‘...’ গান্ধিজি এঁরা দুজনেই দেশভাগের জন্য দায়ী। এরা বিপক্ষে চলে গিয়েছিলেন। মানুষকে শিকড় থেকে বিচ্ছিন্ন করার ঘৃণ্য রাজনীতি ও ষড়যন্ত্র।’’ এসব কথা বাবা অফ দ্য রেকর্ড রাখতে বলেছিল। দুই সাংবাদিক স্টেটমেন্টটা পরে ছেপে দিয়েছিলেন।’ লিখিয়াছেন ঋত্বিককুমার ঘটকের কন্যা সংহিতা ঘটক তাঁহার ঋত্বিক এক নদীর নাম (দে’জ) গ্রন্থে। এই জীবন-আলেখ্য পরিচালকের জীবনে নূতন আলো ফেলিয়াছে। বঙ্গমনে ঋত্বিক ঘটক কেবল এক চলচ্চিত্র-পরিচালক নহেন, সৃজনসম্ভব অথচ আত্মধ্বংসী এক বৃহৎ বাঙালির দৃষ্টান্ত। কিন্তু দুর্ভাগ্য এই যে সেই সম্ভাবনাটির নির্মোহ মূল্যায়নে অদ্যাবধি বঙ্গজনের অরুচি। তাঁহার যে অংশটি নেশাগ্রস্ততায় টালমাটাল, খিস্তি-খেউড়ে আবিল তাহাতেই যেন প্রচারের চড়া আলো পড়িয়াছে বারংবার। তাহার এক বড় প্রমাণ তাঁহার অধিকাংশ গ্রন্থের প্রচ্ছদে (আলোচ্যটিরও) ব্যবহৃত হইয়া থাকে যুক্তি তক্কো গপ্পো-র সেই ‘কেন চেয়ে আছ গো মা’-চিত্রটি। অথচ যুক্তি তক্কো গপ্পো-র ঋত্বিকই ত একমাত্র ঋত্বিক নহেন, অযান্ত্রিক-সুবর্ণরেখা-মেঘে ঢাকা তারা-কোমল গান্ধারের সুস্থ, পরিচ্ছন্ন, স্থিরলক্ষ্য ঋত্বিকও আছেন। যিনি বঙ্গজনের বাংলা-বিপ্লবের আওতায় পড়েন না। সেই ঋত্বিকের পুনর্মূল্যায়নের কাজটির সূচনা হউক এখনই। তদুপরি বার্ষিকীপ্রিয় বঙ্গজনকে জানাইয়া রাখি, আর বৎসরতিনেক পরেই ঋত্বিকের জন্মের নবতিপূর্তি ঘটিবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.