সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিবাদে বৌমার মারে গুরুতর আহত হলেন বৃদ্ধা মারণীবালা ভৌমিক (৮০)। ঘটনাটি ঘটেছে বীজপুরের হালিশহরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা তিন মেয়ে ও দু’ই ছেলের মধ্যে বড় ছেলে বিজয়ের কাছে থাকতেন। সেই কারণে বিজয় বৃদ্ধা মারণীবালাদেবীর সম্পত্তি দাবি করেন। কিন্তু তাতে রাজি হননি মা মারণীবালাদেবী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “সম্পত্তি সমান ভাগে ভাগ করা হবে।” এরপরেই শুরু হয় বিবাদ। অভিযোগ তাতেই মেজাজ হারিয়ে বড় ছেলে বিজয়ের স্ত্রী সবিতা ও পুত্রবধূ অনিমাদেবী মারণীবালাদেবীকে মারধর করে। পুলিশ জানায়, ওই বৃদ্ধাকে নান্না গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। এই ঘটনায় পুলিশ অনিমাদেবী ও সবিতাদেবীকে গ্রেফতার করেছে।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মদনমোহন মণ্ডল (৩০)। তাঁর বাড়ি বসিরহাটের চাঁপাপুকুর গ্রামের কাহারপাড়ায়। রেল পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুর ১২টা নাগাদ চাঁপাপুকুর স্টেশনের কাছে ডাউন হাসনাবাদ লোকালের ধাক্কায় মদনমোহনবাবুর মৃত্যু হয়। |