|
|
|
|
রাস্তায় উদ্ধার রক্তাক্ত দেহ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে রাস্তা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ভাণ্ডারখালি বাজারের কাছে চৌরাস্তায় ওম প্রকাশ নামে উত্তরপ্রদেশের এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে পরে তাঁকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই রাতেই সেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
বছর বাইশ আগে সন্দেশখালির পশ্চিম ভাণ্ডারখালির সীতা মুণ্ডার সঙ্গে বিয়ে হয়েছিল উত্তরপ্রদেশের বেরিলির বাসিন্দা ওম প্রকাশের। তাঁদের পাঁচ ছেলেমেয়ে আছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সংসারে অশান্তি হওয়ায় আড়াই মাস আগে সীতা ভাণ্ডারখালিতে ফিরে গিয়েছিলেন। স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বুধবার কলকাতায় এসেছিলেন ওম প্রকাশ। বৃহস্পতিবার তিনি গিয়েছিলেন ভাণ্ডারখালিতে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই দিন সন্ধ্যায় স্থানীয় বাজারে কয়েক জনের সঙ্গে ওম প্রকাশের বচসা বাধে। রাতে ভাণ্ডারখালি বাজারের কাছে রক্তাক্ত অবস্থায় ওমপ্রকাশকে পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্লেড জাতীয় ধারালো জিনিস দিয়ে গলার নলি কাটার চেষ্টা করায় অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল ওমপ্রকাশের। সে জন্য দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন ছিল।
হাসনাবাদ থানার ওসি অনুপম চক্রবর্তী বলেন, “ওই ব্যক্তিকে উদ্ধারের পর দ্রুত তাঁর অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। স্ত্রী শ্বশুরবাড়িতে ফিরে যেতে না চাওয়ায় ওম প্রকাশ আত্মহত্যার চেষ্টা করেছেন নাকি অন্য কেউ ওই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।” এই ঘটনায় সীতা মুণ্ডাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। |
|
|
|
|
|