সম্প্রতি রবীন্দ্র ওকাকুরা ভবনে ‘বিরহ-আনন্দে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানে গাইলেন বিভিন্ন শিল্পীরা। শুরু হয় সম্মেলক সঙ্গীত দিয়ে। বিভিন্ন শিল্পীর মধ্যে ছিলেন শান্তিপ্রিয় সেনগুপ্ত, গৌতমবরণ অধিকারি, অনুশীলা বসু, মধুছন্দা ঘটক, মানসী ভট্টাচার্য, সুপ্তি চট্টোপাধ্যায় প্রমুখ। সুচিন সিংহের ‘আসা যাওয়া পথের ধারে’ অনবদ্য নিবেদন। সঞ্চালনায় ছিলেন মৌ ভট্টাচার্য।
|
যদি কখনও: আধুনিক গানে ইন্দ্রাণী সেন, অলক রায়চৌধুরী, শ্রাবন্তী ভৌমিক প্রমুখ। গাথানি। |
সুখের কথা: দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদের গানে নূপুরছন্দা ঘোষ। সিডি। ওরিয়ন। |
মেঘলা মেঘলা দিনে: কামালের গানে কাজী কামাল নাসের। সিডি। মিউজিক ২০০০। |
বৃষ্টি লেখা গান: আধুনিক গান অনিন্দিতার কণ্ঠে। সিডি। সাগরিকা। |