প্রায় দেড় বছর পর জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর বৈঠকে যোগ দিলেন তরুণ রায়। দু’টি কঙ্কাল কাণ্ডে অভিযুক্ত হয়ে তিনি ‘ফেরার’ ছিলেন। সাধারণত, প্রতি শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর বৈঠক বসে। চলতি সপ্তাহের বৈঠকটি শুক্রবার বসবে বলে আগে থেকে ঠিক ছিল। সেই মতো এ দিন সকালে দলের জেলা কার্যালয় বৈঠক হয়। উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার। এখন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সংখ্যা ১৬। আগে ছিল ১৫। চলতি বছরের জানুয়ারির শেষে সিপিএমের জেলা সম্মেলন হয়েছিল। পরে এপ্রিলের শেষে নতুন সম্পাদকমণ্ডলী গঠন করা হয়। তরুণ রায় ও সুশান্ত ঘোষসম্পাদকমণ্ডলীর এই দু’জন সদস্য কঙ্কাল কাণ্ডে অভিযুক্ত। তবুও নতুন সম্পাদকমণ্ডলীতে প্রত্যাশিত ভাবেই ঠাঁই পেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্তবাবু ও সিপিএমের কৃষক সংগঠন কৃষকসভার রাজ্য সম্পাদক তরুণবাবু। দলীয় সূত্রে জানা গিয়েছে , তাঁর বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে। দু’টির ক্ষেত্রেই আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন ‘ফেরার’ তরুণবাবু। দু’টি মামলার ক্ষেত্রেই আদালতের নির্দেশ রয়েছে, পরবর্তী শুনানি না-হওয়া পর্যন্ত আবেদনকারীকে গ্রেফতার করা যাবে না। একটি মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আগেই এই নির্দেশ দিয়েছিল। সম্প্রতি, অন্য একটি মামলার ক্ষেত্রেও হাইকোর্ট এই নির্দেশ দেন। এরপরই সম্পাদকমণ্ডলীর বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার রাতে মেদিনীপুরে যান তরুণবাবু। ছিলেন সুভাষনগরের বাড়িতেই।
প্রহরিহীন লেভেল ক্রসিংয়ে ট্রেন ধাক্কা মারল একটি মালবাহী গাড়িকে। মৃত্যু হয়েছে এক জনের, আহত হয়েছেন ৪ জন। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে, কন্যাগুরুকুল এলাকার বালসীতার কাছে দিঘা-হাওড়া রেলপথে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৈয়দ মল্লিক (৫০)। পেশায় কাঠ ব্যবসায়ী ওই ব্যক্তির বাড়ি নন্দকুমারের রাউতৌড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ দিঘা থেকে সাঁতরাগাছিগামী লোকাল ট্রেনটি নন্দকুমার স্টেশন পার হয়ে তমলুকের দিকে আসছিল। সেই সময় প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে ঢুকে পড়ে মালবাহী গাড়িটি। চালক ছাড়াও চার আরোহী ছিলেন ওই মালবাহী গাড়িতে। ট্রেনের ধাক্কায় গাড়িটি বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক আরোহীর। জখম হন আরও চার জন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে তমলুক হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। পরে গুরুতর আহত এক জনকে কলকাতায় স্থানান্তর করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.