স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশে ছোট বাঁশের সাঁকো। সাঁকো পেরিয়ে কিছুটা এগোলেই বসতি। একটি বাড়ির সঙ্গে অন্য বাড়ির তফাৎ বড় জোর ফুট দু’য়েক। বাড়ির মাঝখানের এই সরু অলিগলি চলে গিয়েছে পিছনের বসতির দিকে। পাশেই মেয়েদের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল। অলিগলি দিয়ে গেলে হঠাৎই চোখে পড়বে ছোট উঠোন। সেখানে সকাল থেকেই বসে লোকজনের আড্ডা । সামনে কাচ বা প্লাস্টিকের গ্লাসে পানীয়। চাইলে প্লাস্টিকের পাউচ। এটি চোলাইয়ের ঠেকের ছবি।
অভিযোগ উঠেছে, এ ভাবেই দক্ষিণ ২৪ পরগনার আক্রা স্টেশন সংলগ্ন এলাকায় চলছে চোলাইয়ের ব্যবসা। শুধু চোলাই নয়, অভিযোগ, সন্ধ্যার পরে স্টেশনের বাইরে বিস্তীর্ণ এলাকায় বসে সাট্টা এবং গাঁজার ব্যবসা। বছর দুই আগে এই জেলারই মগরাহাটে বিষাক্ত চোলাই মদ খেয়ে ১৭২ জনের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন ৩৬৭ জন। ঘটনার পরে রাজ্যের বিভিন্ন জায়গায় চোলাইয়ের বিরুদ্ধে প্রশাসন অভিযানে নামে। ভেঙে দেওয়া হয় চোলাইয়ের ঘাঁটি। গ্রেফতার করা হয় চোলাইয়ের ব্যবসায় অভিযুক্ত খোঁড়া বাদশা, তাঁর স্ত্রী-সহ কয়েক জনকে। তার পরেও আক্রা স্টেশন সংলগ্ন এলাকার চোলাই ব্যবসার ছবিটি বদলায়নি।
|