পুরসভার উদ্যান বিভাগের এক আধিকারিক জানান, পুরকর্তৃপক্ষ এই জমিটি ফের পরিদর্শন করেন। কেএমডিএ কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কথা হয়। তাঁরা জানান, ৭০ নম্বর গিরীন্দ্রশেখর বসু রোডের ১৬.১৫ কাঠা জমি সরকারি। এই জমির মোট আয়তন ১০৮০ বর্গমিটার। জমিটি কেআইটি-র। কেএমডিএ-র অধীন কেআইটি। সেই সময়ে কেএমডিএ জানায়, পুরসভা এই জমিতে পার্ক নির্মাণ করতে পারবে। নিয়মানুযায়ী, সরকারি জমি হলেও এই প্রকল্প নির্মাণের আগে পুরসভাকে কেএমডিএ কর্তৃপক্ষের কাছ থেকে জমি অধিগ্রহণের ব্যাপারে অনুমতি নিতে হবে।
২০০৮-এ পুরসভার তৎকালীন কমিশনার এই জমিটি পুরসভার অধিগ্রহণের ব্যাপারে কেএমডিএ কর্তৃপক্ষকে আর্জি জানান। তার পরেই, ২০০৯-এর জুলাইয়ে রাজ্য নগরোন্নয়ন দফতর পুরসভাকে কোনও রকম মূল্য ছাড়াই পার্ক নির্মাণ করার জন্য এই জমি শর্তসাপেক্ষে অধিগ্রহণ করতে নির্দেশ দেয়। এই ফাঁকা জায়গায় পুরসভা একটি পার্ক নির্মাণ করতে পারবে। কেএমডিএ কর্তৃপক্ষ জানান, ১৯৭৬ সালে আরবান ল্যান্ড শিলিং অ্যাক্টে রাজ্য সরকার এই জমিটি অধিগ্রহণ করে।
|