|
|
|
|
স্বামীর সঙ্গে মামলা এড়াচ্ছেন রাহুল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
জনতা পার্টির সভাপতি সুব্রহ্মণ্যম স্বামীর বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েও আপাতত পিছিয়ে এলেন রাহুল গাঁধী। গত কাল সনিয়া ও রাহুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন স্বামী। আজ আদালতে যাওয়ার দায় স্বামীর উপরেই চাপিয়ে দিতে চেয়েছে কংগ্রেস। তাদের বক্তব্য, অকাট্য প্রমাণ হাতে থাকলে স্বামী আদালতে যান। কংগ্রেস সেখানেই জবাব দেবে।
গত কাল সুব্রহ্মণ্যম স্বামী বলেন, সনিয়া ও রাহুল ইয়ং ইন্ডিয়া নামে একটি সংস্থা তৈরি করে অ্যাসোসিয়েটেড জার্নাল সংস্থাটি মাত্র ৫০ লক্ষ টাকায় অধিগ্রহণ করেন। অ্যাসোসিয়েটেড জার্নাল কংগ্রেসের একদা মুখপত্র ন্যাশনাল হেরাল্ডের হোল্ডিং কোম্পানি। স্বামীর দাবি, দিল্লিতে ওই সংস্থার সম্পত্তির মূল্য ১৬০০ কোটি টাকা। তিনি জানিয়েছেন, শুধু ওই সংস্থা অধিগ্রহণ করা নয়, অ্যাসোসিয়েটেড জার্নালকে কংগ্রেস বিনা সুদে ৯০ কোটি টাকা ঋণ দিয়েছে। তা ছাড়া হেরাল্ড হাউজের একাংশ পাসপোর্ট দফতরকে ভাড়াও দেওয়া হয়েছে। ঠিক এই ভাবে কংগ্রেস পার্টির নিজস্ব সম্পত্তি গাঁধী পরিবার সরিয়ে নিচ্ছে।
তার পরেই রাহুল স্বামীর বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। কিন্তু, আপাতত সে পথে হাঁটছেন না তিনি। কংগ্রেস সূত্রে খবর, স্বামীর বিরুদ্ধে মামলা করলে তা অনেক দিন গড়াবে। রাহুল-সনিয়াকে নিয়ে আদালতে টানাটানি হবে।
কংগ্রেস নেতাদের মতে, বিষয়টি রাজনৈতিক ভাবে কংগ্রেসের পক্ষে ভালো হবে না। তাই স্বামীকে রাজনৈতিক ভাবে জবাব দেওয়াই শ্রেয়। অ্যাসোসিয়েটেড জার্নালকে বিনা সুদে ঋণ দেওয়ার কথা অবশ্য অস্বীকার করেনি কংগ্রেস। দলীয় মুখপাত্র জনার্দন দ্বিবেদী একটি বিবৃতিতে জানিয়েছেন, ন্যাশনাল হেরাল্ডের পুনরুজ্জীবনের জন্যই ওই ঋণ দেওয়া হয়েছিল। তা থেকে কংগ্রসের কোনও রকমের বাণিজ্যিক লাভ হয়নি। |
|
|
|
|
|