জেট, উইপ্রোর ফলাফলে চাঙ্গা বাজার
রে-বাইরে আর্থিক প্রতিকূলতার বাধা কাটিয়েও ভাল ফল করল উইপ্রো ও জেট এয়ারওয়েজ। যার জেরে তাদের নিজেদের শেয়ার দর তো বাড়লই, তা টেনে তুলল সেনসেক্সকেও। দিনের শেষে মুম্বই বাজারের এই সূচক ১৯৪ পয়েন্ট বেড়ে ছুঁয়েছে ১৮,৭৫৫.৪৫ পয়েন্ট, যা গত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি।
এ দিন প্রত্যাশাকে ছাপিয়ে জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে নিট মুনাফা ২৪% বাড়ার কথা ঘোষণা করেছে উইপ্রো। সফটওয়্যার পরিষেবায় ভারতে তৃতীয় স্থানে থাকা এই সংস্থার নিট মুনাফা আগের বছরের একই সময়ের ১,৩০১ কোটি টাকা থেকে বেড়ে ছুঁয়েছে ১,৬১১ কোটি টাকা। রয়টার্সের পূর্বাভাস ছিল ১,৫৩৭ কোটি টাকা। ইউরোপে আর্থিক মন্দা, আমেরিকায় ঢিমেতালে চলা শিল্পোৎপাদন কিছুটা থমকে দিয়েছে ভারতের ১০ হাজার কোটি ডলারের তথ্যপ্রযুক্তি পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধি। গত কয়েকটি ত্রৈমাসিকে প্রতিযোগী সংস্থাগুলির তুলনায় পিছিয়ে পড়েছিল উইপ্রোও। তাই এ বারের ভার ফলাফলে আশান্বিত লগ্নিকারীরা প্রচুর পরিমাণে উইপ্রোর শেয়ার কিনতে শুরু করলে তার দর বেড়ে যায় এক ধাক্কায় ৩ শতাংশেরও বেশি।
পাশাপাশি, বিমান পরিবহণ শিল্পের টালমাটাল পরিস্থিতির মধ্যেও কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল জেট এয়ারওয়েজ। জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে সংস্থা নিট লোকসান কমিয়েছে ৮৬%। নিট লোকসানের অঙ্ক ৯৯ কোটি ৭০ লক্ষ টাকা। আগের বছর যা ছিল ৭১৪ কোটি টাকা। বিমান চলাচল খাতে ২৬% আয় বৃদ্ধিই এর কারণ বলে দাবি সংস্থার। রয়টার্সের পূর্বাভাস ছিল ২৭০ কোটি টাকার নিট লোকসান। এই ফলাফলে জেটের শেয়ার দর বেড়ে যায় ৫.৫%। কার্যত কিংফিশারের উড়ান বন্ধ হয়ে যাওয়াই জেট-এর সাফল্যের মূল কারণ বলে শিল্পমহল সূত্রের দাবি। ১৪০ কোটি ডলার ঋণের বোঝা ঘাড়ে নিয়ে গত ১ অক্টোবর থেকে আর আকাশে ওড়েনি বিজয় মাল্যের কিংফিশার।
এই দুই সংস্থা ছাড়াও মূলধনী পণ্য, ব্যাঙ্ক ও গাড়ি সংস্থার শেয়ার দরও এ দিন বাড়ে। আমেরিকার অর্থনীতিতে কর্মসংস্থান বাড়ার পরিসংখ্যানে চাঙ্গা ছিল ইউরোপ ও এশিয়ার বাজারও। সব মিলিয়ে ইতিবাচক প্রভাব পড়ে ভারতীয় বাজারে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.