টুকরো খবর
এ বার ভারতে পা রাখল আই ফোন ৫
ভারতে শুক্রবার পা রাখল অ্যাপলের আই ফোন ৫। দেশে ১৬ জিবি মডেলের ফোনটির দাম পড়বে ৪৫,৫০০ টাকা। ৩২ ও ৬৪ জিবি ফোনের দাম যথাক্রমে ৫২,৫০০ ও ৫৯,৫০০ টাকা। এই প্রথম কোনও নির্দিষ্ট টেলি পরিষেবা সংস্থার সঙ্গে গাঁটছড়া ছাড়াই দেশে মিলবে নয়া আই ফোন। গত মাসেই মার্কিন মুলুকের বাজারে এসেছে এই পণ্য। দু’মাসে বিশ্বের ১০০টি দেশে মিলবে এটি। সংস্থার দাবি, যা অ্যাপলের যে কোনও পণ্যের ক্ষেত্রে রেকর্ড। এর আগে ঘোষণা হওয়ার পর থেকে এত দ্রুত কোনও পণ্য বাজারে আনেনি তারা। নয়া আই ফোন অনেকটা পাতলা এবং হালকা।

লগ্নিতে সায়
১২টি বিদেশি সংস্থার প্রত্যক্ষ লগ্নিতে অনুমোদন দিল কেন্দ্র। এর মধ্যে রয়েছে ব্রুক্স ব্রাদার্স, পেভার্স ইংল্যান্ড-সহ বেশ কয়েকটি সংস্থা। লগ্নি প্রায় ৭০৬ কোটি টাকা।

সুযোগ এয়ারটেলে
আই ফোন ৫-এর জন্য পোস্টপেড প্রকল্প আনল এয়ারটেল। মাসে ৬০০, ১,০০০, ১,৬০০ এবং ২,০০০ টাকার এই প্রকল্পে ফোন, এসএমএস ও থ্রিজি প্রযুক্তিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এগুলিতে মাসে ৫০% ছাড় মিলবে বলে সংস্থার দাবি। তবে প্রথমেই ২৪ মাসের জন্য এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে।



গৃহঋণে সুযোগ
উৎসবের মরসুমে নতুন গ্রাহকদের জন্য গৃহঋণে বিশেষ সুবিধা আনল আইসিআইসিআই ব্যাঙ্ক। এর আওতায় গ্রাহক মাসিক কিস্তির ১% অর্থ ফেরত পাবেন। যা তাঁর অ্যাকাউন্টে জমা পড়বে অথবা আসলের অঙ্ক থেকে বাদ যাবে। সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত।

দীপাবলি উপলক্ষে
বৌবাজারে গিনি এম্পোরিয়ামে শুরু হল সমৃদ্ধির উৎসব। দেওয়ালি ও ধনতেরাস উপলক্ষে ন্যূনতম ১০ হাজার টাকার সোনা ও হিরের গয়না কিনলে রয়েছে প্রিভিলেজ কার্ড পাওয়ার সুযোগ। মিলবে মজুরিতে ছাড়। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

জমি-জটে আটকে বিনিয়োগ
জমি অধিগ্রহণে জটিলতার কারণে দেশে বিনিয়োগের বাতাবরণ নষ্ট হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। মন্ত্রিপরিষদের বৈঠকে বৃহস্পতিবার চিদম্বরম বলেন, ৬ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আটকে রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ আটকে রয়েছে কেবল জমি অধিগ্রহণের সমস্যার কারণে। তাঁর মতে জমি অধিগ্রহণ বিল দ্রুত পাশ করিয়ে তার রূপায়ণ শুরু করে দিতে পারলে বিনিয়োগের বাতাবরণ অনেকটাই শুধরে যাবে। সেই সঙ্গে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র আরও সহজ করার পক্ষেও চিদম্বরম।

শিল্পমন্ত্রীর দাবি
জমি জটের সমস্যা কাটিয়ে আইটিসি রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে লগ্নি করতে চলেছে। শুক্রবার মহাকরণে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, আইটিসি-র প্রকল্প গড়ার ক্ষেত্রে জমি সংক্রান্ত কিছু সমস্যা ছিল। তার মধ্যে দু’টি ক্ষেত্রে সমস্যা মিটে গিয়েছে। হাওড়ার পাঁচলা ও উলুবেড়িয়াতে তারা কয়েকশো কোটি টাকা লগ্নি করবে। যার ফলে প্রচুর কর্মসংস্থান হবে। পার্থবাবুর দাবি, এ দিন আইটিসি কর্তৃপক্ষ তাঁর সঙ্গে দেখা করে পরিকল্পনার কথাও জানিয়ে গিয়েছেন। বামার লরি-সহ অন্যান্য কয়েকটি বেসরকারি সংস্থাও শিল্প দফতরের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের মধ্যে বদ্রীনারায়ণ অ্যালাইন্স উলুবেড়িয়ার কুলগাছিয়াতে ৫০০ কোটি টাকা লগ্নির প্রস্তাব দিয়েছে বলে পার্থবাবু দাবি করেছেন।

মহার্ঘ হল ট্রামসফর
ভাড়া বাড়ল ট্রামেরও। প্রথম ৪ কিলোমিটার পর্যন্ত নতুন ভাড়া হল ৫ টাকা, তার বেশি দূরত্বে ৬ টাকা। আজ, শনিবার থেকেই নতুন ভাড়া কার্যকর হবে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.