বাস ভাড়া বৃদ্ধির খবরে ধর্মঘট থেকে পিছিয়ে এল নর্থবেঙ্গল প্যাসেঞ্জার্স ট্রান্সপোর্ট ওনার্স কো-অর্ডিনেশন কমিটি। বুধবার দুপুরে সংগঠনের তরফে শিলিগুড়ির বর্ধমান রোডে আন্তঃজেলা বাস মালিকদের সংগঠনের অফিসে বৈঠক ডাকা হয়েছিল। সেখানে শিলিগুড়ির পাশাপাশি কোচবিহার, মালদা থেকে বাস মালিকরা যোগ দেন। বাস ভাড়া বৃদ্ধির দাবিতে তারা ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কবে থেকে ধর্মঘটে যাওয়া হবে সে ব্যপারে দুপুরে আলোচনা চলছিল। সে সময় বাস ভাড়া বৃদ্ধির খবর পান তারা। তার পরেই বৈঠক শেষ করে দেওয়া হয়। সংগঠনের পক্ষে প্রণব মানি বলেন, “আমরা কিলোমিটার প্রতি ১৬ পয়সা ভাড়া বাড়ানোর দাবি করেছিলাম। সেখানে ১০ পয়সা বাড়ানো হয়েছে। তাতে আমরা সন্তুষ্ট। এবারে রাস্তায় বাস নামাতে কোনও অসুবিধে হবে না। সে কারণে ধর্মঘটে যাওয়ার আর কোনও ব্যপার নেই।” তিনি জানান, পাহাড়ের বাস ভাড়া সমতলের থেকে বেশি বাড়ানো হয়। তিনি বলেন, “সমতলের থেকে পাহাড়ের ভাড়া দ্বিগুণ বাড়ানো হয়। সমতলে ১০ পয়সা বাড়ানো হয়েছে। পাহাড়ে প্রতি কিলোমিটার ২০ পয়সা বাড়ানো হবে বলে আশা করছি।”
|
এক সোনা ব্যবসায়ীকে গুলি করে খুন করে টাকা ও গয়না নিয়ে পালাল এক দল দুষ্কৃতী। বুধবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার ফাঁসিহারা এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহত ওই ব্যবসায়ীর নাম মনোজ কর্মকার (৩৫)। বাড়ি করণদিঘি থানার গোপালপুর এলাকায়। তিনি হাটে সোনা ও রুপোর গয়না নিয়ে ব্যবসা করতেন। এদিন বিকেলে করণদিঘি থানার বিকোর হাট থেকে মনোজ বাবু ব্যবসা করে বাইকে করে বাড়ি ফিরছিলেন। বাইকে তার বাবা বুধনবাবুও ছিলেন। করণদিঘি থানার ফাঁসিহারা এলাকায় একটি বাইকে করে আসা তিন জন দুষ্কৃতী তাঁদের পথ আটকে টাকা ও গয়না দাবি করে। তাঁরা বাধা দিলে দুষ্কৃতীরা তাঁদের লক্ষ করে তিন রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি মনোজবাবুর বুকে লাগলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। ওই দুষ্কৃতীরা গয়না ও টাকা লুট করে চম্পট দেয়।
|
জালনোট পাচারের অভিযোগে মুম্বই পুলিশের খাতায় ফেরার এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার কালিয়াচকের মোথাবাড়ির ফাঁড়ির পঞ্চানন্দপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বাবলু শেখ। তার বাড়ি মালদহের পঞ্চানন্দপুরে। পুলিশ সূত্রে জানা গিযেছে, জুন মাসে মুম্বইয়ে দাহিমা থানার পুলিশ হরিরামপুরের রহমত শেখ ও বাংলাদেশের এক মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ৮ লক্ষ ১০ হাজার টাকার জালনোট উদ্ধার হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই বাবলু শেখের পরিচয় জানা যায়।
|
জাল টাকা কারবার চক্রে জড়িত সন্দেহে দুই ব্যাক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। মঙ্গলবার রাতে মাথাভাঙা থানার পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম সাদেক হোসেন ও সফিকুল ইসলাম। |