টুকরো খবর
মারধর, গ্রেফতার ১
এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগে তার এক পড়শিকে গ্রেফতার করল পুলিশ। পাত্রসায়র থানার নারাঙ্গী গ্রামের ঘটনা। মঙ্গলবার ওই গ্রামের বাসিন্দা উত্তম বেজ অভিরাম কুণ্ডুকে মারধর করে বলে অভিযোগ। দু’পক্ষই থানায় অভিযোগ করেন। অভিরামবাবুকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করানো হয়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ব্যবসায়িক গণ্ডগোলেই এই কাণ্ড বলে জানা গিয়েছে। উত্তম বেজকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। বুধবার ধৃতকে বিষ্ণুপুর আদালতে হাজির করানো হয়।

দুর্ঘটনায় মৃত্যু
গাড়ির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-ঝালদা রাস্তার উপর, মফস্সল থানা এলাকার ভুল গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম বিশ্বনাথ রাজোয়াড় (৩২)। ভুল গ্রামেই তাঁর বাড়ি। দুর্ঘটনার পরে তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে চিকিৎসকেরা জানান। পুলিশ গাড়িটি আটক করেছে।

দল পরিবর্তন
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ছেড়ে নিতুড়িয়া থানার রায়বাঁধ এলাকার প্রায় ৫০ জন তাঁদের দলে যোগ দিয়েছেন বলে দাবি করলেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (জেভিএম) নেতৃত্ব। জেভিএম নেতা অজিত মাহাতোর দাবি, দক্ষিণ পুরুলিয়ায় আমাদের সংগঠন থাকলেও এ বার উত্তর পুরুলিয়াতেও আমরা সংগঠন বিস্তার করছি।” জেএমএমের স্থানীয় নেতা চরণ বাউরির পাল্টা দাবি, “যাঁরা জেভিএমে যোগ দিয়েছেন, তাঁরা আমাদের দলের সমর্থক ছিলেন মাত্র। ওঁরা দল ছাড়ায় আমাদের সাংগঠনিক ক্ষতি হবে না।”

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
কর্মরত অবস্থায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক রেলকর্মীর। জিআরপি জানিয়েছে, ওই কর্মীর নাম লবু মাহাতো (৪৬)। বাড়ি কাশীপুর থানার দইকেয়ারী গ্রামে। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে আদ্রা রেলইয়ার্ডে। এ দিন সকালে রেললাইনে কাজ করার সময়ে মালগাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি আদ্রায় রেলের পিডব্লউআই(ওয়েষ্ট) দফতরের চতুর্থ শ্রেণির কর্মী ছিলেন।

গ্রেফতার যুবক
এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সিমলাপাল থানা এলাকার ঘটনা। ধৃতের নাম আজবাহার খান। সোমবার সন্ধ্যায় গ্রামেরই এক তরুণীর সে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। মঙ্গলবার আজবাহারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বুধবার ধৃতকে খাতড়া আদালতে তোলা হয়।

চোলাই আটক
বুধবার ইঁদপুর থানার রঘুনাথপুর গ্রামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় ২৫০ লিটার বেআইনি ভাবে মজুত করা চোলাই, ২০০ লিটার চোলাই তৈরির উপকরণ আটক করল পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.