নিজস্ব সংবাদদাতা • মুরারই |
অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন মুরারই থানার কাশিমনগর-সহ কুতুবপুর, পাইকর, হিয়াতনগর গ্রামের বাসিন্দারা। মুরারই-রঘুনাথগঞ্জ রাস্তার উপর কাশিমনগর মোড়ে বুধবার সকাল ন’টা থেকে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত অবরোধ চলে। অবরোধকে দীর্ঘস্থায়ী করতে রাস্তার উপর ব্যারিকেড করে ক্রিকেট খেলতে শুরু করেছিলেন এলাকার বাসিন্দারা।
কাশিমনগরের বাসিন্দা মফিজুল শেখ, রাইহান শেখের অভিযোগ, “প্রায় এক বছর ধরে সংস্কারের অভাবে রাস্তাটির এখন বেহাল দশা। সম্প্রতি রাস্তাটিতে সংস্কারের নাম করে শুধু মোরাম দেওয়া হয়েছে।” তাঁদের আরও অভিযোগ, পাশের পাথর শিল্পাঞ্চল থেকে পাথরবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচলের সময় মোরামের ধুলে উড়ছে। এই ধুলো-দূষণে এলাকাবাসী জেরবার। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি তাঁদের। এই রাস্তাটি সম্পূর্ণভাবে সংস্কারের জন্য একাধিকবার এলাকার বিধায়ক তথা মন্ত্রী নুরে আলম চৌধুরীকে জানানো হয়েছে বলেও তাঁরা জানান। অবরোধ তোলার জন্য মুরারই-২ ব্লকের যুগ্ম বিডিও এবং পূর্ত (সড়ক) দফতরের বিভাগীয় প্রধানেরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। অবরোধকারীরা অবিলম্বে রাস্তা সংস্কার এবং তার আগে রাস্তায় জল দেওয়ার দাবি জানাতে থাকেন।
রামপুরহাটের মহকুমাশাসক রত্মেশ্বর রায় বলেন, “রাস্তাটির সংস্কার প্রয়োজন। কিন্তু কিছু পদ্ধতিগত জটিলতা রয়েছে। সেই কারণে রাস্তাটি এখনই সংস্কারে সমস্যা রয়েছে।” পূর্ত(সড়ক) দফতরের রামপুরহাট মহকুমার বিভাগীয় সহকারি বাস্তুকার সুজয়রায় প্রতিহার বলেন, “প্রাথমিক ভাবে রাস্তাটিকে মোরাম দিয়ে সংস্কার করা হয়েছে। পাথর ও পিচ দিয়ে সংস্কারের জন্য প্রকল্প পাঠানো আছে। প্রকল্পের অনুমোদন পাওয়া গেলেই দরপত্র ডেকে রাস্তাটি সংস্কার করা হবে। তবে রাস্তায় জল দেওয়ার ব্যাপারে আমাদের কিছু করার নেই।” সন্ধ্যার পর রামপুরহাটের মহকুমাশাসক রত্মেশ্বর রায় এক মাসের মধ্যে রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। |