ফের বড়সড় চুরির ঘটনা ঘটল মঙ্গলবার রাতে বনগাঁয়। এবারের ঘটনাস্থল স্থানীয় মনিগ্রাম হাইস্কুল। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, দুটি গেটের তিনটি তালা ও প্রধান শিক্ষক স্বপন কুমার বাছারের ঘরের দরজা ভেঙে চোরেরা ঢুকেছিল। প্রধান শিক্ষকের ঘরের জিনিসপত্র লন্ডভন্ড করে তারা কম্পিউটার ঘরের চাবি নেয়। তারপর তালা খুলে চোরেরা ১০টি মনিটর, ৪টি সিপিইউ এবং ৬টি ইউপিএস নিয়ে গিয়েছে। ক্যাশ বাক্স থেকেও কিছু টাকা নিয়েছে বলে অভিযোগ। বুধবার সকালে স্থানীয় গৃহশিক্ষক অসীম দাস স্কুলে পড়াতে এসে দেখেন দোতলায় ওঠার গেটের তালা ভাঙা। তিনি খবর দেন স্কুলের অস্থায়ী কর্মী শিশুবালা দেবীকে। পুলিশে খবর দেওয়া হলে বনগাঁ থানার আইসি জাফর আলম স্কুলে যান। স্কুল পরিচালন সমিতির সম্পাদক তাপস সর্দার বলেন, “শুনেছি মঙ্গলবার বিকালে বাইরে থেকে দুটি ছেলে এসে স্কুলের ছাত্রদের কাছে কম্পিউটার সম্পর্কে খবর নিয়েছিল।” এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই এমন চুরি, অপরাধমূলক ঘটনা বেড়ে চলেছে।
|
বাংলাদেশি মহিলাকে কেনার অভিযোগে রিজিয়া বিবি ওরফে পাগলি নামে বসিরহাটের মাটিয়ার যৌনপল্লির এক মালকিনকে মঙ্গলবার গ্রেফতার করল পুলিশ। বুধবার তাঁকে বসিরহাটের এসিজেএমের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানায়, অবৈধ ভাবে সীমান্ত পার হয়ে এ দেশে ঢুকেছিলেন ওই বাংলাদেশি মহিলা। তাঁকে স্থানীয় এক পঞ্চায়েত সদস্য ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন রিজিয়ার কাছে। ওই পঞ্চায়েত সদস্যের খোঁজেও তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর গাড়িটি আটক করা হয়েছে। বাংলাদেশি মহিলাকে যৌনপল্লি থেকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাওড়ার একটি সরকারি হোমে।
|
দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে রয়েছে ক্যানিং স্টেশনের যাত্রী প্রতীক্ষালয়। ফলে, সমস্যায় পড়ছেন বহু যাত্রী। প্রায় দু’বছর আগে তৈরি হয়েছিল ওই প্রতীক্ষালয়। ক্যানিং, বাসন্তী, গোসাবা তথা সুন্দরবনের মানুষ কলকাতা যাতায়াতের জন্য এই স্টেশনটি ব্যবহার করেন। যাঁরা সুন্দরবন বেড়াতে আসেন, তাঁদেরও অনেকে রেলপথকেই বেছে নেন। কিন্তু প্রতীক্ষালয়টি বন্ধ থাকায় অনেককে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। সুন্দরবনে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের অনেকেরই অভিযোগ, পর্যটনের এই মরসুমে প্রচুর দেশি-বিদেশি পর্যটক সুন্দরবনে আসেন। যাত্রী প্রতীক্ষালয়টি বন্ধ থাকায় তাঁরা সমস্যায় পড়েন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।”
|
এক সব্জি ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বসিরহাট থানার ছোট জিরাফপুর গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম শুভঙ্কর হালদার (৩৪)। মঙ্গলবার রাতে বাড়ির কাছেই একটি পুকুর থেকে উদ্ধার হয় শুভঙ্করবাবুর দেহ।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃতীয় শ্রেণির এক ছাত্রের। বুধবার ঘটনাটি ঘটেছে সন্দেশখালির রাজবাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, ছাত্রটির নাম উৎসব দাস (৮)। স্কুল ছুটির পরে বাড়ি ফিরছিল সে। ওই সময়ে পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় ছাত্রটিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অটোরিকশা ও তার চালকের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য।
|
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বাপি সর্দার। পুলিশ জানায়, দেড় বছর আগে উজ্জ্বলা সর্দারের (২০) সঙ্গে বিয়ে হয়েছিল বাপি সর্দারের। চাহিদামতো পণ দেওয়া সত্ত্বেও আরও পণের দাবিতে বাপি তাঁর স্ত্রীর উপর অত্যাচার চালাতো বলে মৃতার বাবার অভিযোগ। |