প্রায় ৪৫ মিনিট ধরে লুঠপাট চালাচ্ছিল সশস্ত্র দুষ্কৃতীরা। তার আগে মার খেয়ে ভয়ে কাঁটা হয়ে ছিলেন বাড়ির সকলে। চম্পট দেওয়ার আগে দুষ্কৃতীরা অবশ্য একটু ‘মানবিক’ হল। সর্বস্ব লুঠ করলেও এক মায়ের আর্তি শুনে তাঁর দেড় বছরের ছেলের দুধের খরচ হিসেবে দিয়ে গেল ২০০ টাকা!
মঙ্গলবার রাতে বসিরহাটের কামারডাঙার পূর্বপাড়ার ঘটনা। যে বাড়িতে ডাকাতি হয়, সেই বাড়ির আশপাশ থেকে দুষ্কৃতীদের ফেলে যাওয়া শাবল, দা, জুতো এবং ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য এক মহিলা-সহ দু’জনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতীরা কেউ পেশাদার নয়। বুধবার রাত পর্যন্ত ওই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানায়, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ২টো নাগাদ এক দল সশস্ত্র দুষ্কৃতী পূর্বপাড়ার বাসিন্দা, পেশায় হোমিওপ্যাথ চিকিৎসক ভবতোষ দাসের বাড়িতে হামলা চালায়। ভবতোষবাবু বারান্দায় শুয়েছিলেন। ঘরে ছিলেন তাঁর স্ত্রী, দুই মেয়ে ও দেড় বছরের নাতি। দুষ্কৃতীরা ঢুকে ভবতোষবাবুর গলায় ভোজালি ধরে। চেঁচামেচিতে ঘরের দরজা খুলে দেন ভবতোষবাবুর স্ত্রী অঞ্জনাদেবী। দুষ্কৃতীরা অস্ত্র দেখিয়ে আলমারির চাবি নেয়। বাধা দিতে গিয়ে প্রহৃত হন অঞ্জনাদেবী, তাঁর বড় মেয়ে মধুমিতা এবং ছোট মেয়ে সোমা। দুষ্কৃতীরা এর পরে অবাধে লুঠপাট চালায়। |
পালানোর আগে অবশ্য তারা মধুমিতার আর্জি মেনে তাঁর সন্তানের দুধ কেনার জন্য ২০০ টাকা দিয়ে যায়।
পানিহাটির সোদপুরে মধুমিতার শ্বশুরবাড়ি। দুর্গাপুজোর সপ্তমীর দিন তিনি বাপেরবাড়িতে আসেন। মধুমিতা বলেন, “বাড়িতে আসার সময় অনেক গয়না নিয়ে এসেছিলাম। মনে হচ্ছে সেই খবর পেয়েই দুষ্কৃতীরা হামলা চালাল। চলে যাওয়ার সময়ে ওদের এক জনকে বলি, দাদা বাচ্চার দুধ কিনব কী করে? তখন ওদেরই একজন দু’টো ১০০ টাকার নোট ছুড়ে দেয়।”
ভবতোষবাবু বলেন, “প্রথমে মনে হয়েছিল রোগী এসেছে। পরে ভুল ভাঙে। পাঁচ দুষ্কৃতী বাড়িতে ঢুকেছিল। বাইরে কয়েক জন পাহারা দিচ্ছিল। ওদের পরনে ছিল হাফ প্যান্ট, গেঞ্জি। মুখ ছিল মাফলারে ঢাকা।”
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ভবতোষবাবু জানান, দুষ্কৃতীরা তাঁর বাড়ি থেকে ৪ লক্ষেরও বেশি টাকা দামের সোনা-রুপোর গয়না, নগদ ৭ হাজার টাকা এবং মোবাইল ফোন লুঠ করেছে।
গত বছর ওই এলাকায় পরপর বেশ কিছু বাড়িতে দুষ্কৃতী হামলা ঘটে। আবার তার পুনরাবৃত্তি হওয়ায় এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত। |