|
|
|
|
পূর্বে ইন্দিরা স্মরণ |
নিজস্ব প্রতিবেদন |
প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর মৃত্যুদিবস পালিত হল পূর্ব মেদিনীপুরে।
বুধবার তমলুক শহরে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে সদর ব্লক কংগ্রেস সর্বধর্ম প্রার্থনাসভা, আলোচনাসভা ও রক্তদান শিবিরের আয়োজন করে। সকালে জেলা কংগ্রেস কার্যালয় থেকে দলীয় নেতা-কর্মীরা মিছিল করে তমলুক শহরের শঙ্করআড়ায় এসে ইন্দিরা গাঁধী ও রাজীব গাঁধীর মূর্তিতে মাল্যদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি অসিত পাল, জেলা সম্পাদক শিবাজী গঙ্গোপাধ্যায়, মৃণাল পাল, তমলুক সদর ব্লক সভাপতি বিকাশ প্রামাণিক প্রমুখ। |
|
এগরায় কৌশিক মিশ্রের ছবি। |
কাঁথি মহকুমা কংগ্রেসও নানা অনুষ্ঠানের আয়োজন করে বুধবার। শহরের বীরেন্দ্র স্মৃতি সৌধে আয়োজিত এই স্মরণসভায় সর্বধর্ম প্রার্থনা পাঠ ছাড়াও প্রয়াত প্রধানমন্ত্রীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে ছিলেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য ও প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, প্রদেশ কংগ্রেস সম্পাদক ক্ষিতীন্দ্রমোহন সাহু, মহকুমা কংগ্রেস সভাপতি গঙ্গারাম মিশ্র, দেবাশিস পাহাড়ি, রীনা দাস, উত্তম বারিক, শেখ এরশাদ, বিশ্বনাথ তিওয়ারি প্রমুখ। কাঁথি ৩ ব্লকের মারিশদাতেও ব্লক কংগ্রেসের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সম্পাদক কনিষ্ক পণ্ডা, পঙ্কজ ভুঁইয়া, ক্ষিতীন্দ্রমোহন সাহু, ব্লক কংগ্রেস সভাপতি রাজদুলাল নন্দ প্রমুখ। ব্লক কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এ দিন। ৬০ জন কংগ্রেস কর্মী ওই শিবিরে রক্তদান করেছেন বলে রাজদুলাল নন্দ জানান। একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করেছিল এগরা ২ ব্লকের সর্বোদয় অঞ্চল কংগ্রেস কমিটিও। সভায় এক হাজার দুঃস্থ মানুষকে ধুতি, শাড়ি, শীতবস্ত্র ও ছাতা দান করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রদেশ কমিটির নেতা ক্ষিতীন্দ্রমোহন সাহু, জেলা সাধারণ সম্পাদক মানস কর মহাপাত্র, ব্লক নেতা শরদিন্দু পাহাড়ি প্রমুখ। |
|
|
|
|
|