|
|
|
|
জনসংযোগে জোর সূর্যের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করল সিপিএম। বুধবার পৃথক ৩টি কর্মসূচিতে যোগ দিতে নারায়ণগড়ে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা এলাকার বিধায়ক সূর্যকান্ত মিশ্র। প্রকাশ্য সভায় তিনি বললেন, “তৃণমূলের সরকার কৃষকের হাতে লণ্ঠন ধরিয়ে দিয়ে কলকাতাকে লন্ডন বানানোর চেষ্টা করছে! পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে। উনি (মুখ্যমন্ত্রী) নিজের হাতে সমস্ত ক্ষমতা ধরে রাখতে চাইছেন। পঞ্চায়েত ব্যবস্থাকে বাঁচাতেই হবে।” এরই সঙ্গে দলীয় কর্মীদের তাঁর পরামর্শ, “মানুষের মন পেতে হবে। সতর্ক ভাবে এগোন। মানুষের কাছে যান। তাঁদের কথা শুনুন। যাঁরা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, তাঁরা ফিরে আসছেন।” এমনকী যাঁরা কখনও বামফ্রন্টের সঙ্গে ছিলেন না, তাঁদের একাংশও পরিস্থিতি দেখে ফ্রন্টের দিকে আসছেন বলে দাবি বিরোধী দলনেতার। |
|
দলীয় সভায় সূর্যকান্ত মিশ্র। নিজস্ব চিত্র। |
বুধবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ৩টি কর্মসূচি ছিল। প্রথমে কাশীপুরের মেটালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি প্রকাশ্য সভা হয়। পরে বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি চত্বরে একটি কর্মিসভা হয়। দলের বাছাই করা কয়েকজন নেতা-কর্মীই এই সভায় ছিলেন। পরে বিকেলে গ্রামরাজের ভদ্রকালীতে আরও একটি প্রকাশ্য সভা হয়। দলের কৃষক সংগঠনের স্থানীয় অঞ্চল সম্মেলন উপলক্ষে এই সভার আয়োজন। ৩টি কর্মসূচিতেই ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যবাবু। সঙ্গে ছিলেন সিপিএমের বেলদা জোনাল কমিটির সম্পাদক ভাস্কর দত্ত-সহ স্থানীয় নেতৃত্ব।
কয়েক মাস আগে নিজের বিধানসভা কেন্দ্রে এসে মানুষকে নির্ভয়ে পথে নামার ডাক দিয়েছিলেন সূর্যবাবু। তিনি বলেছিলেন, “সরকার মানুষকে ভয় পাচ্ছে। তাই এত বাধা। আপনারা ভয় পাবেন না। পথে নামুন। পরিস্থিতি বদলাচ্ছে।” বুধবারের বক্তব্যেও সেই সুরই ছিল। তিনি বলেন, “এই সরকার বিদেশি পুঁজি, সাম্রাজ্যবাদকে মদত দিচ্ছে। কৃষকের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। পঞ্চায়েত নির্বাচন সঠিক ভাবে হলে সরকার উপযুক্ত জবাব পাবে।” পাশাপাশি তাঁর মন্তব্য, “আমরা যখন সরকারে ছিলাম, তখন কোনটা করতে পেরেছি, কোনটা করতে পারিনি, তা বলতাম। সব হয়ে গিয়েছে বলে দাবি করিনি। উনি (মুখ্যমন্ত্রী) বলছেন, সব কাজ হয়ে গিয়েছে। বলেছেন, আমরা যেন দশ বছর চুপ করে থাকি। আমরা চুপ করেই আছি। বেশি কথা বলছি না। কিন্তু, অনেক সময় উনি এমন কিছু কথা বলেন, তখন আর চুপ করে থাকা যায় না।” বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি চত্বরে আয়োজিত কর্মিসভায় দলীয় কর্মীদের নানা পরামর্শ দিয়েছেন বিরোধী দলনেতা। সময় নষ্ট না করেই এখন থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। |
|
|
|
|
|