চুরির খবর পেয়েও আসতে দেরি করায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামের মানুষ। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে খড়্গপুর লোকাল থানার সাঁকোটিতে। সাঁকোটির একটি জায়গায় মোবাইল টাওয়ারের সরঞ্জাম রাখা রয়েছে। তা দেখভালের জন্য রক্ষীও রয়েছেন। মঙ্গলবার রাতে একদল যুবক ওই টাওয়ারের সরঞ্জাম চুরির চেষ্টা করে বলে অভিযোগ। রক্ষীরা তাঁদের ঘিরে ফেলেন। পরে গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু পুলিশ আসতে দেরি করেছে অভিযোগে বিক্ষোভ দেখান একদল গ্রামবাসী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ৫ জনকে আটক করে পুলিশ এলাকা থেকে নিয়ে যায়। পুলিশ দেরি করার অভিযোগ অস্বীকার করেছে।
|
মৃত্যুদিবসে মেদিনীপুর শহরে স্মরণ করা হল ইন্দিরা গাঁধীকে। শহরের কলেজ মোড়ের কাছে ইন্দিরা গাঁধীর মূর্তি রয়েছে। বুধবার সন্ধ্যায় এখান থেকেই মশাল মিছিল শুরু হয়। ছিলেন শহর কংগ্রেস সভাপতি সৌমেন খান-সহ দলের ছাত্র-যুব সংগঠনের নেতা-কর্মীরা। অন্য দিকে, এদিন সকালে শহরে ৯ নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ছিলেন জেলা ও শহর কংগ্রেস নেতৃত্ব।
|
সিপিএম নতুন করে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছেএই অভিযোগ তুলে সোমবার পিংলার দুজিপুরে প্রতিবাদ সভা করল তৃণমূল। ছিলেন তৃণমূলের জেলা নেতা অজিত মাইতি, দলের পিংলা ব্লক সভাপতি গৌতম জানা প্রমুখ। অজিতবাবু বলেন, “দুজিপুরে এক সময় সন্ত্রাস করেছে সিপিএম। সশস্ত্র লোকজন এসে ঘাঁটি গেড়ে থাকত। এখন সেই পরিস্থিতি নেই। তবে সিপিএম নতুন করে এই এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। রাস্তার পাশে লালঝান্ডা লাগিয়ে রাখা হচ্ছে।” সিপিএম অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। |