টুকরো খবর |
সিপিএম নেতাকে মারধরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
সিপিএম নেতাকে মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল নেতা-সহ ৮ জনের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে গোঘাট-২ ব্লকের বদনগঞ্জ-ফলুই ১ পঞ্চায়েতের প্রধান অশোক সাঁতরা নামে ওই সিপিএম নেতার বাড়িতে চড়াও হয় হামলাকারীরা। মারধরের পরে অশোকবাবুকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। পরে পুলিশ গেলে হামলাকারীরা পালায়। অশোকবাবুকে ভর্তি করানো হয় কামারপুকুর হাসপাতালে। অশোকবাবুর অভিযোগ, মাস তিনেক ধরেই পঞ্চায়েতে গিয়ে তাঁকে বিরক্ত করছিল তৃণমূলের কিছু লোকজন। বিভিন্ন কাজের হিসেব চেয়ে ঘেরাও-বিক্ষোভ হচ্ছিল। অশোকবাবুর দাবি, তিনি স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সব হিসেব বুঝিয়ে দিয়েছেন। তা সত্ত্বেও ইন্দিরা আবাস প্রকল্পে এক উপভোক্তাকে অতিরিক্ত টাকা পাইয়ে দেওয়ার জন্য সকালে পঞ্চায়েতে এবং রাতে তাঁর বাড়িতে তৃণমূলের কিছু লোক চড়াও হয়। তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের স্থানীয় নেতা অনুপ ঘোষ বলেন, “প্রধানকে মারধর করা হয়েছে বলে শুনেছি। তবে ওই ঘটনার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত নয়।” পুলিশ জানায়, অশোকবাবুর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
|
বধূ নির্যাতনে অভিযুক্তের জামিন নাকচ আদালতে
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ ভাস্কর কুমারের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ উঠেছিল। তাঁর আগাম জামিনের আবেদন বুধবার নাকচ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। কয়েক মাস আগে ভাস্করবাবুর স্ত্রী সনিয়া স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে উত্তরপাড়া থানায় তাঁর উপরে নির্যাতনের লিখিত অভিযোগ জানিয়েছিলেন। তাঁর আরও অভিযোগ ছিল, শিশুপুত্রকে ভাস্করবাবু জোর করে নিজের কাছে রেখেছেন। অভিযোগের পরই ভাস্করবাবুরা পালান বলে পুলিশ জানিয়েছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টে ভাস্করবাবুদের আইনজীবী আগাম জামিনের আবেদন করেন। বাকি দু’জন জামিন পেলেও বিচারপতি ভাস্করবাবুর জামিনের আবেদন নামঞ্জুর হয়।
|
সুনীল-স্মরণে অনুষ্ঠান হাওড়ায়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়ার উদয়নারায়ণপুরের গড় ভবানীপুরে ‘অভিযান’ পত্রিকার উদ্যোগে গত রবিবার সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণসভা অনুষ্ঠিত হল। ভবানীপুরের ঊষা নিকেতনে এই উপলক্ষে গান, আবৃত্তি, কবিতা ও আলোচনা সভার আয়োজন হয়েছিল। উপস্থিত ছিলেন তপন গোস্বামী, কবি বঙ্কিম চক্রবর্তী, কবি সুফিয়াদ রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পত্রিকা সম্পাদক নিমাই আদক। বাগনানেও ‘লিখতে পড়তে শেখান’ পত্রিকার উদ্যোগে গত রবিবার সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাগনান আদর্শ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এই উপলক্ষে আলোচনা সভা ও গানের আসর বসেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শ্রীকান্ত পাল, সৌরেন্দু শেখর বিশ্বাস-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি প্রণবেন্দু বিশ্বাস।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ডানকুনি |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক আরোহী এক যুবকের। গুরুতর জখম হন তাঁর সহকর্মী। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে ডানকুনির মাইতিপাড়ার কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। পুলিশ জানায়, মৃতের নাম মানিক ভৌমিক (৩৬)। বাড়ি রিষড়ার নবীন পল্লিতে। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। পুলিশ জানায়, আন্দুলে অফিসের কাজ সেরে সহকর্মী ধীমান নাগের বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন মানিক। ধীমানও নবীন পল্লির বাসিন্দা। পিছন থেকে একটি ট্রাক বাইকটিকে ধাক্কা মেরে পালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মানিকের। ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয় ধীমানকে।
|
নরনারায়ণ সেবা খানাকুলের গ্রামে
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
পঞ্চমী থেকেই শুরু হয় খানাকুলের রাধানগর সর্বজনীন দুর্গোৎসব। উৎসব চলে টানা ১২ দিন। গত মঙ্গলবার তা শেষ হল নরনারয়ণ সেবার মাধ্যমে। দশটি গ্রামের প্রায় ১৫০০ দুঃস্থ মানুষকে খিচুরি খাওয়ানো হয়। রাধানগর, সাহানপুর ও কোটরা এই তিনটি গ্রামের একমাত্র পুজোটি ৮২ বছর অতিক্রম করল।
|
ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু মহিলার |
ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। পুলিশ জানায়, বুধবার সকালে আরামবাগের বেহালা গ্রামে ওই দুর্ঘটনায় মৃতের নাম অষ্ট বাড়ুই (৩২)। তাঁর বাড়ি আরামবাগের ভালিয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সব্জি নিয়ে হাটে যাচ্ছিল ম্যাটাডরটি। সে সময়ে একটি লরির সঙ্গে সেটির ধাক্কা লাগে। ম্যাটাডরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অষ্টদেবীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ম্যাটাডরের দুই মহিলা-সহ চার যাত্রী জখম হন। তাঁদের আরমাবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত এক মহিলাকে পরে স্থানান্তরিত করানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজে।
|
কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, দাবি মুকুলের |
পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে কংগ্রেসের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ বাড়ছে বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। বুধবার হুগলি মোড়ে দলের অনুষ্ঠানে মুকুলবাবু বলেন, “আসন্ন পঞ্চায়েত ভোট বা এক দু’বছরের মধ্যে লোকসভা ভোট হলে কংগ্রেসের কোনও চিহ্নই মিলবে না। মূল্যবৃদ্ধির জেরে মানুষের প্রতিবাদের সুর চড়ছে।” অনুষ্ঠানে ছিলেন দলের জেলা সভাপতি তপন দাশগুপ্ত। |
|