বরাক উপত্যকা জুড়ে স্মরণ সুনীলকে
সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে বরাক উপত্যকাও শোকস্তব্ধ। এই অঞ্চলের মানুষ ও লেখালেখির সঙ্গে সুনীলের সম্পর্কের কথা সবাই বলাবলি করছেন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উপত্যকার তিন জেলায় পৃথক সভার আয়োজন করে। এক ঘন্টার সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে তাঁর স্মৃতিতর্পণ করে শিলচর দূরদর্শনও।
ক’দিন ধরে বিভিন্ন স্থানেই স্মরণ করা হচ্ছে সুনীলকে। কেউ সুনীলের কবিতা আবৃত্তি করে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, কেউ পড়ছেন তাঁকে উদ্দেশ করে লেখা কবিতা। ১৯৭০ সালে অসম-ত্রিপুরা কবি সম্মেলনে সুনীল প্রথম শিলচরে আসেন। পরে ১৯৭৭-এ কাছাড় সাহিত্য পরিষদের সম্মেলনে এবং ১৯৯৩-এ সর্বভারতীয় মহিলা সাংস্কৃতিক সংগঠনের সাম্প্রদায়িকতা বিরোধী সম্মলনে। দু’বার আসেন হাইলাকান্দিতে। ১৯৮৯ এবং ২০০৬ সালে। দু’বারই ছিল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের অনুষ্ঠান। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুণ দাস বলেন, “এই অঞ্চলের জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল সদ্যপ্রয়াত সুনীলের।” উপত্যকার প্রবীণ কবি ব্রজেন্দ্রজিৎ সিংহ বলেন, “বহু দূরে থেকেও সুনীল বরাক উপত্যকার কবিদের প্রভাবিত করেছিলেন।” ১৯৯৩ সালে তাঁর হাত ধরেই যে শিলচরে ‘গ্রিনস’-এর যাত্রা শুরু হয়, সে কথার উল্লেখ করেন পরিবেশ সংগঠনটির সভাপতি শংকর চক্রবর্তী। ‘সাহিত্য’ সম্পাদক বিজিৎকুমার ভট্টাচার্য বলেন, “সুনীল গঙ্গোপাধ্যায় বরাক উপত্যকার কথাসাহিত্যকে বহির্বরাকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অনবদ্য প্রয়াস চালিয়ে গিয়েছেন, যা কোনও দিন ভোলা যাবে না।” কবি রণজিৎ দাশ বলেন, ‘‘এই প্রয়াণ শুধু বাংলা সাহিত্যের এক নক্ষত্র পতন নয়, বরাক উপত্যকার আধুনিক কাব্য আন্দোলনের প্রধান এক পৃষ্ঠপোষককে হারানো। শুধু আমারই নয়, এই অঞ্চলের অনেক কবিরই কবিতার প্রচার-প্রকাশে সুনীল উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন।’ দীপক সেনগুপ্তের কথায়, “রবীন্দ্রনাথ নামক মহাসাগর সাঁতার দিয়ে পার হওয়ার স্পর্ধা দেখিয়েই শেষ হয়ে যাননি তিনি, সাগরের অন্য পারে নতুন যুগের সূচনা করলেন, যাকে রবীন্দ্রোত্তর যুগ বলা হয়।” করিমগঞ্জ সাহিত্যপত্র সম্পাদক সংস্থার সম্পাদক মাশুক আহমদ বলেন, এই লেখক তাঁর সৃষ্টিসম্ভারের মধ্য দিয়ে দীর্ঘ কাল পাঠক মহলে বেঁচে থাকবেন। শিলচর সান্ধ্য আড্ডায় সুনীলের স্মৃতিচারণ করেন কবি জিতেন নাগ ও রণবীর চক্রবর্তী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.