|
|
|
|
|
|
|
• আমার বয়স ১৮ বছর। বি কম অনার্স পার্ট ওয়ানে পড়ি। পরিবারে ৫ জন মানুষ। গত এপ্রিলে বাবা মারা গিয়েছেন। এক বোন রয়েছে, যাঁর বয়স ১৪। বাড়ি ভাড়া থেকে মাসে ১৫,০০০ টাকা আয় হয়। বোনের বিয়ের কথা আমাকেই ভাবতে হবে। রয়েছে সংসার চালানোর খরচও। কী ভাবে তা চালাব এবং কী ভাবে ভবিষ্যতের জন্য টাকা জমাবো? এ নিয়ে পরামর্শ চাই।
শীর্ষেন্দু চৌধুরী, তারকেশ্বর
আপনার প্রথমেই প্রয়োজন সংসারের জমা-খরচের একটি তালিকা তৈরি করা। সেখানে যেন পরিবারের সবার আয় এবং খরচের ন্যূনতম হিসাবটুকুও লেখা থাকে। কোনও কিছু যেন বাদ না যায়। এ বার প্রথমেই দেখুন কোনও বাড়তি খরচ হচ্ছে কি না। যদি হয়ে থাকে, তা হলে সবার আগে সেগুলি বন্ধ করার চেষ্টা করুন। এর পর মন দিন লগ্নির দিকে। মনে রাখবেন বর্তমান অবস্থায় আপনার লগ্নির মধ্যে কিন্তু যত কম ঝুঁকি থাকবে, ততটাই মঙ্গল।
লগ্নির জন্য আপাতত আপনি তিনটি রাস্তা খোলা পাচ্ছেন
(১) আপনার নামে স্থানীয় ডাকঘরে একটি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট শুরু করুন। মেয়াদ প্রথমে থাক পাঁচ বছর। এর মাধ্যমে নিজের এবং বোনের পড়াশোনার খরচের জন্য টাকা জমাতে পারবেন।
(২) ব্যাঙ্কে এক বছর মেয়াদের একটি রেকারিং ডিপোজিট খুলুন। প্রতি বছর এ ভাবে কিছু টাকা জমলে তা লগ্নির অন্যান্য ক্ষেত্রে লাগাতে পারবেন। আবার প্রয়োজনে এক বছর পরে তা তুলে নেওয়া যাবে। কিংবা নতুন রেকারিং-ও করতে পারবেন।
(৩) সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি-র মাধ্যমে সোনায় (গোল্ড সেভিংস বা ইক্যুইটি) লগ্নি শুরু করুন এখনই। এর সাহায্যে বোনের বিয়ের জন্য টাকা জমান।
বিশেষ ভাবে পরামর্শ দেব আপনার এবং বোনের পড়াশোনা চালিয়ে যাওয়ার। কোনও ভাবেই যেন তা বন্ধ না হয়। ভবিষ্যতে সেই শিক্ষাই আপনাকে নতুন দিশা দেখাবে। |
|
|
|
|
|