কালনা থানায় ভাঙচুরের ঘটনায় আগাম জামিন পেলেন ৯ তৃণমূল কর্মী। বুধবার বর্ধমানের জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বনানী চক্রবর্তী এই নির্দেশ দেন। গত ৮ অক্টোবর স্থানীয় রাজকুমার পাল নামে এক ব্যক্তির মৃতদেহ নিয়ে তাঁর হত্যকারীদের শাস্তির দাবিতে কালনা থানায় বিক্ষোভ দেখান স্থানীয় কাটিগঙ্গার বাসিন্দারা। তাঁদের দাবি ছিল, আহত অবস্থায় ওই যুবক অনেকক্ষণ রাস্তায় পড়ে থাকলেও পুলিশ ঠিক সময়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়নি। সেই কারণেই মৃত্যু হয় তাঁর। ঘটনার জেরে ওই রাতে কিছু লোক থানায় ভাঙচুর চালায় বলে অভিযোগ। কালনা থানার ওসি অমিতকুমার মিত্র ওই ঘটনায় জড়িত ১৫ জনের নামে অভিযোগ দায়ের করেন। ওই রাতেই তাদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এ দিন অভিযুক্তদের আইনজীবী নীহারকান্তি ঘোষ ঘটনায় জড়িত বাকি ১০ জনের আগাম জামিনের আবেদন জানান। সরকারি আইনজীবী পীযূষ বন্দ্যোপাধ্যায়ের আপত্তি সত্ত্বেও জেলা জজ আদালত অভিযুক্ত একমাত্র কংগ্রেস কাউন্সিলর সুনীল চৌধুরী ছাড়া বাকিদের জামিন মঞ্জুর করে। সুনীলবাবুর আইনজীবীর দাবি, কালনা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীলবাবুর নেতৃত্বে থানা ভাঙচুর হয়েছিল, পুলিশের অভিযোগে এমন তথ্য থাকায় তিনি জামিন পাননি।
|
লক্ষ্মীপুজোয় মাতে বিভিন্ন সম্প্রদায় |
গ্রামের একমাত্র উৎসব লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে প্রায় ১২০ বছর ধরে চলে আসছে সম্প্রীতির উদযাপন। বর্ধমানের মাধবডিহি থানার কুড়চিগোড়িয়া গ্রামে এই একটাই মাত্র বড় উৎসব। এখানে হয় না দুর্গাপুজো। কিন্তু লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে প্রায় বহু বছর ধরে হিন্দু-মুসলমান পরস্পর মেতে ওঠেন উৎসবে। গ্রামের কাজিপাড়া ও মোল্লাপাড়ার মানুষ লক্ষ্মীপুজোতে সক্রিয় ভাবে যোগ দেন। উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হন মুসলিম প্রধান গ্রাম চকমোস্তাফার মানুষেরা। চার দিন ধরে চলে নানান প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোতে গোটা গ্রাম সেজে ওঠে রঙিন আলোতে। পুজো উপলক্ষে বিভিন্ন জায়গায় কুসংস্কার বিরোধী, মহাপুরুষদের বাণী সম্বলিত পোস্টার লাগানো হয়। এ বারের সব থেকে বড় আকারের পোস্টারটিতে আছে সদ্য প্রয়াত কবি-সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাজ্ঞলি।
|
স্ত্রীকে পুড়িয়ে খুন, অভিযুক্ত স্বামী ফেরার |
স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় বর্ধমানের এক বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁর স্বামী ডালিম শেখের বিরুদ্ধে। বুধবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে টগরী শেখ (২৬) নামে ওই তরুণীর মৃত্যু হয়েছে। জেলা পুলিশ সূত্রের খবর, ডালিমকে খুঁজতে একটি দল কেরল যেতে পারে। মৃতার দাদা আব্দুল শেখ বুধবার বর্ধমান থানায় অভিযোগে জানান, ডালিমের বাড়ি স্থানীয় কাঁটরাপোতায়। লাকুড্ডি এলাকার এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল ডালিমের। তা থেকে বের করে আনতে স্বামীকে নিয়ে সপরিবার কেরল চলে যান তাঁর বোন। কিন্তু সেখানেও ওই মহিলা ডালিমকে ফোন করতেন। এর জেরে টগরীর সঙ্গে ডালিমের বচসা বাধে। তার জেরে দিন সাতেক আগে ডালিম স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় বোনকে বর্ধমানে এনে হাসপাতালে ভর্তি করান আব্দুল। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
ভস্মীভূত বাড়ি, আটক মহিলা |
আগুন লেগে ভস্মীভূত হল একটি বাড়ি। পূর্বস্থলীর নাদনঘাটে রাজীবপুর গ্রামে মঙ্গলবার রাতের ঘটনা। ওই ঘর থেকে এক বধূ ও তাঁর ছেলেমেয়েকে উদ্ধার করেন আশপাশের বাসিন্দারা। এই ঘটনায় এক মহিলাকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ির কর্তা আনোয়ার মণ্ডল বাড়িতে ছিলেন না। সেই রাতেই খড়ের চালের মাটির বাড়িটিতে আগুন লাগে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, একটি শৌচাগারের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে ওই পরিবারের সঙ্গে দীর্ঘ দিন ধরে আকলি বিবি নামে এক মহিলার বিবাদ চলছি। রাতের অন্ধকারে তিনিই বাড়িটিতে আগুন লাগান, এই অভিযোগে ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।
|
অস্বাভাবিক মৃত্যু হল দুই তরণ-তরণীর। বুধবার সকালে জামালপুরের জেতের পাড়ে একটি গাছ থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের নাম গোপাল সোরেন (২২) ও নমিতা টুডু (২৮)। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জার দাবি “নিঃসন্তান নমিতা বেশ কিছুদিন আগে গোপালের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্কের কথা এলাকায় জানাজানি হলে তাঁদের বিচার করবেন বলে জানান গ্রামের মোড়লেরা। তার ভয়েই আত্মঘাতী হয়েছেন এই দু’জন।”
|
সেচের জন্য জলের দাবিতে মন্তেশ্বরের ভাগরায় বুধবার পথ অবরোধ করল কৃষক সভা। তাদের দাবি, অবিলম্বে ডিভিসি-র ক্যানালে জল না এলে আমন চাষে ক্ষতি হবে। ঘণ্টাখানেক পরে পুলিশ গিয়ে অবরোধ তোলে। মঙ্গলবার ওই দাবিতেই ভাগরা-মূলগ্রাম পঞ্চায়েতের তিন গ্রামের বাসিন্দারা সিজনে মোড়ে অবরোধ করেছিলেন। মন্তেশ্বর ব্লক প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার রাত থেকেই ক্যানালে জল আসার কথা।
|