|
|
|
|
অবৈধ খাদানে অভিযান, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবৈধ কয়লা খাদানের সামনে থেকে বুধবার সকালে পাঁচটি মোটরবাইক, ১০টি সাইকেল ও চারটি সিঁড়ি বাজেয়াপ্ত করল বারবনি থানার পুলিশ। অবৈধ কয়লা খননে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক জনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল, দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা ভানোড়া কোলিয়ারি সংলগ্ন এলাকায় একাধিক অবৈধ খাদানে দুষ্কৃতীরা কয়লা খনন চালাচ্ছে। বুধবার সকাল ১১টা নাগাদ বারাবনি থানার পুলিশ ভানোড়া কোলিয়ারি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। স্থানীয় একটি কাঁচ কারখানা সংলগ্ন এলাকায় গজিয়ে ওঠা অবৈধ কয়লা খাদানগুলির সামনে দাঁড়িয়ে থাকা সাইকেল, মোটরবাইক ও সিঁড়িগুলি বাজেয়াপ্ত করে। পুলিশের দাবি, এই সিঁড়িগুলির মাধ্যমে অবৈধ কুয়ো খাদান থেকে কয়লা তোলে দুষ্কৃতীরা। সাইকেল ও মোটরবাইকের মালিকদের খুঁজছে পুলিশ।
বারাবনি ও সালানপুর এলাকায় বেশ কিছু এলাকায় অবৈধ কয়লা খাদান চলছে বলে ইসিএলের তরফে অভিযোগ করা হয়েছিল। এই অবৈধ খনন বন্ধ করার আর্জি জানিয়ে ইসিএল পুলিশের দ্বারস্থও হয়। সম্প্রতি আসানসোল দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ইসিএল কর্তৃপক্ষের অবৈধ কয়লা খনন বন্ধ করার উদ্দেশে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেদিনই সিদ্ধান্ত হয়, ইসিএলের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অবৈধ খনন বন্ধের অভিযান চালাবে।
বুধবার সকালে সেই অভিযান চালাতে গিয়েই বারাবনি থানার পুলিশ অবৈধ কয়লা খাদানের কারবারে জড়িত সাইকেল ও মোটরবাইকগুলি বাজেয়াপ্ত করে। |
|
|
|
|
|