টুকরো খবর
প্রধানকে ভুল বুঝিয়ে সই নেওয়ার নালিশ
গাছ কাটা নিয়েই গণ্ডগোল।
তাঁর ইংরেজি না জানার সুযোগ নিয়ে ভুল বুঝিয়ে গাছা কাটার অনুমতিপত্রে সই করিয়ে নিয়েছেন স্থানীয় এক কংগ্রেস নেতা-সহ কিছু যুবক, এমনই অভিযোগ জানালেন পাণ্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সিপিএমের রামদাস হাঁসদা। বুধবার জেলাশাসক, পাণ্ডবেশ্বর থানা ও স্থানীয় বিধায়ককে চিঠি লিখে এমন অভিযোগ জানান তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সকালে মধুডাঙায় গাছ কাটা হচ্ছে দেখে তাতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। গাছ কাটতে আসা লোকজন অনুমতিপত্রের কথা জানালে বাসিন্দারা প্রধানকে খবর দেন। প্রধান রামদাসবাবু অভিযোগ করেন, পুজোর কয়েক দিন আগে কংগ্রেস নেতা শেখ আনারুল সরিফ চার যুবককে সঙ্গে নিয়ে তাঁর রাস্তা আটকান। আনারুল তাঁকে জানান, ওই চার জনের চাকরির দরখাস্তের সঙ্গে সার্টিফিকেটের প্রত্যয়িত নকল জমা দিতে হবে। রামদাসবাবুর কথায়, “আমি ইংরেজি পড়তে জানি না। আমি পঞ্চায়েত অফিসে যেতে বললেও তাঁরা শোনেননি। জোর করে আমাকে দিয়ে সই করানো হয়।” তিনি জানান, এ দিন বাসিন্দাদের কাছে গাছ কাটার অনুমতিপত্রে সই থাকার কথা জানতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত ভাবে জানান। শেখ আনারুল সরিফের অবশ্য দাবি, প্রধান জেনে-বুঝেই সই করেছিলেন। পুলিশ জানায়, গাছ কাটা বন্ধ করা হয়েছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ঘুড়ি পাড়তে বিদ্যুৎস্পৃষ্ট
—নিজস্ব চিত্র।
গাছ থেকে ঘুড়ি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হল দুই বালক। বুধবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার হিজলগড়ার কাজিপাড়ায়। এক জনকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে শেখ আরবাজ ও শেখ বাদল নামে দুই বালক ঘুড়ি ওড়াচ্ছিল। একটি ঘুড়ি গাছে আটকে যায়। সেটি পাড়তে দুই বালক গাছে ওঠে। গাছের প্রায় গা ঘেঁষে গিয়েছে বিদ্যুতের তার। তাতেই স্পৃষ্ট হয়ে তারা গাছ থেকে পড়ে যায়। দু’জনকেই বাহাদুরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আরবাজকে আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

চাকরির দাবি
স্থানীয় যুবকদের চাকরির দাবিতে রানিগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। স্থানীয় তৃণমূল নেতা লালু খান জানান, শিল্পতালুক চালু হওয়ার আগে সমস্ত কারখানা এলাকার বেকারদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কেউ প্রতিশ্রুতি রাখেনি। কারখানাগুলির তরফে জানানো হয়, এমন দাবি ঠিক নয়। তবে ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে বলে তাদের আশ্বাস।

জলসঙ্কট, পরিবহণ বন্ধ রেখে বিক্ষোভ
পাইপলাইনে জল সরবারহ বন্ধ প্রায় ছ’মাস। বিকল্প হিসেবে ট্যাঙ্কারে করে জল পৌঁছে দেওয়া হচ্ছিল। এক মাস ধরে তা-ও বন্ধ। এমন অভিযোগ তুলে ইসিএলের শঙ্করপুর মেলেনিয়মের পাঁচ ঘণ্টা পরিবহণ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন বাঁকোলা সেন্ট্রাল ইনক্লাইন এলাকার খনিকর্মী ও স্থানীয় বাসিন্দারা। খনি কর্তৃপক্ষের আশ্বাস, পাইপলাইন মেরামতির কাজ চলছে। দ্রুত কাজ করা হচ্ছে। এর মধ্যে বিকল্প জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।

জরিমানা ২২টি পুজো কমিটিকে
মহকুমায় এ বার দুর্গোৎসব চলাকালীন ২৫টি পুজো কমিটিকে আর্থিক জরিমানা করল রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি। সংস্থার আসানসোল ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার মীতেশ দাশগুপ্ত জানান, ২২টি পুজো মণ্ডপ নির্দিষ্ট পরিমাণের বেশি বিদ্যুৎ খরচ করেছে ও তিনটি পুজো মণ্ডপে অনুমতি ছাড়াই বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছে। মীতেশবাবু বলেন, “আর্থিক জরিমানা বাবদ পুজো কমিটির কাছ থেকে ৫৫ হাজার টাকা আদায় করা হয়েছে। অনুমতি ছাড়া যে তিনটি পুজো কমিটি বিদ্যুৎ সংযোগ নিয়েছে তাঁদের বিরুদ্ধে বিদ্যুৎ বণ্টন সংস্থা আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।”

ঝুলন্ত দেহ উদ্ধার
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ। বুধবার বিকেলে কাঁকসার গোপালপুর পূর্বপাড়ায় একটি পুকুরের ধারে গাছে দেহটি মেলে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুকুমার মাল (৪০)। বাড়ি গোপালপুর পূর্বপাড়ায়। তাঁর ভাই ভোলা মাল দাবি করেন, বাড়িতে কোনও অশান্তি হয়নি। দুপুরে দাদা বাড়ি থেকে বেরোন। আর ফেরেননি। বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরপাড়ে আমড়া গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান বাসিন্দারা। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনায় মৃত ২
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। বুধবার ঘটনাটি ঘটেছে কুলটি থানার নিয়ামতপুরে জিটি রোডে। রোডে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম দীপক সাউ (২২) ও সঞ্জয় রজক (২৫)। তাঁরা ধানবাদ জেলার কাতরাস রোড এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবক আসানসোলে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। এ দিন মোটরবাইকে চেপে জিটি রোড ধরে যাওয়ার সময়ে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম অবস্থায় তাঁদের আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়।

জলাশয়ে বালকের দেহ
শোকার্ত পরিজন। —নিজস্ব চিত্র।
আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে জলাশয়ে তলিয়ে গিয়েছিল বালক। এক দিন পরে উদ্ধার হল তার দেহ। জামুড়িয়ার ৬ নম্বর বাইপাস বাগান ধাওড়ার ঘটনা। পুলিশ জানায়, মৃত বালকের নাম মহম্মদ নাদিম (১২)। মঙ্গলবার স্নান করতে গিয়ে জলাশয়ে তলিয়ে গিয়েছিল সে। তার বাবা মহম্মদ আজিম জানান, তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দলে। দু’দিন আগে আত্মীয় রিওয়াজ আনসারির বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ দিন ওই বালকের দেহ উদ্ধারের পরে স্থানীয় বাসিন্দারা অবৈধ জলাশয় ভরাটের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তৃণমূলের জামুড়িয়া ১ ব্লক সভাপতি পূর্ণশশী রায় অভিযোগ করেন, অবৈধ ভাবে ইটভাটার জন্য মাটি কাটতে গিয়ে একটি বড় জলাশয় তৈরি হয়েছে। স্থানীয় মানুষজন নানা সময়ে প্রশাসনকে তা জানালেও ফল হয়নি। জামুড়িয়ার বিডিও জয়ন্তকুমার দাস ঘটনাস্থলে গিয়ে শীঘ্র জলাশয় ভরাটের আশ্বাস দিলে অবরোধ ওঠে।

খনি চালুর দাবি
ভূগর্ভস্থ নর্থ সিহারশোল কোলিয়ারি চালু এবং খোলামুখ খনিতে রূপান্তরের প্রতিবাদে সংশ্লিষ্ট কুনস্তরিয়া এরিয়া কার্যালয়ের সামনে সিএমএসআইয়ের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন খনিকর্মীরা। ছিলেন স্থানীয় সিপিএম বিধায়ক জাহাআঁরা খান। বিধায়ক জানান, আবেদন-নিবেদন জানিয়ে দাবি মিটছে না। তাই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়।

বধূর অপমৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক বধূর। জামুড়িয়ার চুরুলিয়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম চিত্রা গড়াই (২৬)। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্বামীর সঙ্গে চিত্রাদেবীর বচসা হয়। তার পরে তিনি বিষপানে অসুস্থ হলে আসানসোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুবার্ষিকী
উদযাপিত হল ইন্দিরা গাঁধীর মৃত্যুদিবস।
ইন্দিরা গাঁধীর ২৯তম মৃত্যুবার্ষিকীতে রানিগঞ্জের জেকেনগরে স্মরণসভার আয়োজন করল আইএনটিইউসি। আসানসোলে বিএনআর মোড় প্রিয়দর্শিনী পার্কেও দিনটি উদযাপন হয়। ইন্দিরা গাঁধীর মূর্তিতে মাল্যদান করেন কংগ্রেস নেতারা।

কোথায় কী

দুর্গাপুর

সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। এমএএমসি মাঠ। বিকাল ৩টা। দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।

আসানসোল
মায়ের কথা পাঠ ও ব্যাখ্যা: স্বামী গণধীশানন্দ। সন্ধ্যা পৌনে ৬টা। রামকৃষ্ণ মিশন আশ্রম।

জামুড়িয়া
লক্ষ্মীপুজো উপলক্ষে যাত্রা। বীজপুর। রাত ৮টা।
লক্ষ্মীপুজো উপলক্ষে যাত্রা। ইকড়া গ্রাম। রাত ৮টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.