বাড়ল বাস-মিনিবাস-ট্যাক্সির ভাড়া |
অবশেষে বাস, মিনিবাস ও ট্যাক্সির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বাসে উঠলেই এ বার থেকে যাত্রীদের দিতে হবে ৫ টাকা করে। প্রতি ৩ কিলোমিটারে ৫ টাকা করে ভাড়া থাকবে। এরপর প্রতি কিলোমিটারে ১০ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিনিবাসের ক্ষেত্রে প্রতি ২ কিলোমিটার পর্যন্ত ৬ টাকা ভাড়া থাকবে। এর পর প্রতি ৩ কিলোমিটারে ১ টাকা করে ভাড়া বৃদ্ধি হবে। ট্যাক্সির ক্ষেত্রে ন্যূনতম ভাড়া থাকবে ২৫ টাকা। এর পর প্রতি ২০০ মিটারে ২টাকা ৪০পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও রাস্তায় ৫০০টি নতুন ডিলাক্স বাস নামানোরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্তে যারপরনাই অখুশি বাস ও ট্যাক্সি মালিকেরা।
|
শিশু মৃত্যু, হাসপাতাল ভাঙচুর |
ফের শিশুমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল বারাসত হাসপাতালে। চিকিত্সায় গাফিলতির অভিযোগে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ শিশুর পরিবারের। আজ সকাল থেকেই হাসপাতালে ভাঙচুর চালায় পরিবারের লোকজন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কিছুই জানানো হয়নি।
|
লক্ষাধিক টাকার জাল নোট পাচারের অভিযোগে আজ লিলুয়া থেকে ধরা পড়ল ৬ পাচারকারী। বহু দিন থেকেই এই নোট পাচারের সঙ্গে তারা জড়িত বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে লিলুয়া থেকে ওই ৬ জনকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দফতর। তাদের থেকে ১০০০ টাকা ও ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|