পঞ্চায়েত অফিসের তালা ভেঙে কম্পিউটার ও অন্য মূল্যবান সামগ্রী চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। বারবনি ব্লকের পুচড়া পঞ্চায়েত অফিসের ঘটনা। মঙ্গলবার বিষয়টি জানাজানি হওয়ার পরে ঘটনাস্থলে যায় পুলিশ। পুচড়া পঞ্চায়েতের অন্যতম আধিকারিক গৌতম চট্টোপাধ্যায় পুলিশকে জানান, এ দিন সকালে পঞ্চায়েত কর্মীরা অফিসের তালা খুলতে গিয়ে দেখেন মূল গেটের তালা ভাঙা। ভিতরে ঢোকার পরে দেখা যায়, কয়েকটি ঘরের দরজার তালাও খোলা রয়েছে কিন্তু কিছু চুরি যায়নি। এর পরে তাঁরা কম্পিউটার রুমে গিয়ে দেখেন, দু’টি কম্পিউটার ও একটি ফটোকপি করার যন্ত্র খোয়া গিয়েছে। পঞ্চায়েত কর্মীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, শনিবার নির্বাচনের কাজ করার জন্য অফিসে এসেছিলেন। সোমবার পর্যন্ত অফিস বন্ধ ছিল। মঙ্গলবার অফিসের তালা খুলতে এসে এই চুরির ঘটনা জানতে পারেন তাঁরা।
|
পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক বালক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার ৬ নম্বর বাইপাস বাগান ধাওড়ায়। পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ নাদিম (১২)। তার বাবা মহম্মদ আজিম জানান, তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দলে। দু’দিন আগে জামুড়িয়ায় তাঁর বোনের দেওর রিওয়াজ আনসারির বাড়ি বেড়াতে এসেছিলেন। এ দিন দুপুর ১২টা নাগাদ হঠাৎ জানতে পারেন, নাদিম বাড়ির লোকের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে গিয়েছে। তাঁর অভিযোগ, “ইটভাটার জন্য অবৈধ ভাবে মাটি কাটতে কাটতে একটি বড় জলাশয় তৈরি হয়েছে। এলাকাবাসীরা বিভিন্ন সময়ে থানা ও পুরসভার কাছে জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও এর কোনও প্রতিকার হয়নি। এ দিন যা ঘটে গেল, তার দায় প্রশাসন কিন্তু এড়াতে পারে না।” জামুড়িয়া পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধারের চেষ্টা চলছে।
|
পঞ্চায়েত অফিসের তালা ভেঙে কম্পিউটর ও অন্য মূল্যবান সামগ্রী চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। বারবনি ব্লকের পুচড়া পঞ্চায়েত অফিসের ঘটনা। মঙ্গলবার বিষয়টি জানাজানি হওয়ার পরে ঘটনাস্থলে যায় পুলিশ। পুচড়া পঞ্চায়েতের অন্যতম আধিকারিক গৌতম চট্টোপাধ্যায় পুলিশকে জানান, এ দিন সকালে পঞ্চায়েত কর্মীরা অফিসের তালা খুলতে গিয়ে দেখেন মূল গেটের তালা ভাঙা। ভিতরে ঢোকার পরে দেখা যায়, কয়েকটি ঘরের দরজার তালাও খোলা রয়েছে কিন্তু কিছু চুরি যায়নি। এর পরে তাঁরা কম্পিউটর রুমে গিয়ে দেখেন, দু’টি কম্পিউটর ও একটি জেরক্স মেশিন খোয়া গিয়েছে। পঞ্চায়েত কর্মীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, শনিবার নির্বাচনের কাজ করার জন্য অফিসে এসেছিলেন। সোমবার পর্যন্ত অফিস বন্ধ ছিল। মঙ্গলবার অফিসের তালা খুলতে এসে এই চুরির ঘটনা জানতে পারেন তাঁরা।
|
রাস্তা সংস্কারের দাবিতে ঘণ্টা তিনেক ডালুরবাঁধ থেকে আমবাগান যাওয়ার রাস্তা অবরোধ করে তৃণমূল সেবাদলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। সেবাদলের পাণ্ডবেশ্বর চেয়ারম্যান সন্তোষ পসোয়ানের অভিযোগ, “ডালুরবাঁধ কোলিয়ারির কয়লা পরিবহণের ফলে রাস্তাটি ভেঙে গিয়েছে। বড় বড় গর্তে জল জমে কার্যত ডোবায় পরিণত হয়েছে। খনি কর্তৃপক্ষকে বারবার আবেদন জানিয়েও কোনও প্রতিকার মেলেনি। তাই বাধ্য হয়ে এ দিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।” কোলিয়ারির পার্সোনাল ম্যানেজার অধীর মুখোপাধ্যায় ঘটনাস্থলে এসে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ ওঠে।
|
প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম জগন্নাথ রায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই সে ‘চিট-ফান্ড’ চালাচ্ছিল। গ্রাহকদের ১৫ থেকে ২০ শতাংশ হারে মাসিক সুদ দেওয়ার প্রলোভন দেখাত ওই ব্যক্তি। এপ্রিল থেকে গ্রাহকেরা প্রতিশ্রুতি মতো অর্থ পাচ্ছিলেন না। বেনাচিতির অন্নপূর্ণা নগরের বাসিন্দা চন্দন সাহা সোমবার পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, তিনি ৩৪ হাজার টাকা জমা রেখেছেন। কিন্তু সেই অর্থ তাকে ফেরত দেওয়া হচ্ছে না। এর পরেই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
|
পুকুর থেকে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল কুলটি থানার পুলিশ। স্থানীয় পুরুষোত্তমপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তাপস রায় (২২)। মৃতের পরিবারের লোকজনের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি স্নান করতে যাওয়ার নাম করে সোমবার বাড়ি থেকে বেরিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে গ্রামের কয়েক জন বাসিন্দা স্থানীয় একটি পুকুরে দেহটি ভাসতে দেখেন। পুলিশে খবর পাঠানো হয়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে আসানসোল হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠায়।
|
দুর্গাপুর
বিজয়া সম্মেলন। সংস্থার শাখা অফিস। সন্ধ্যা সাড়ে ৬টা।
উদ্যোগ: নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, দুর্গাপুর শাখা।
কাটোয়া
বিজয়া ও ঈদ উপলক্ষে শারদসম্মান পুরস্কার।
শ্রাবণী সভাকক্ষ। উদ্যোগ: কাটোয়া পুলিশ প্রশাসন। |