মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আক্রান্ত দম্পতি
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আক্রান্ত হয়েছেন এক দম্পতি। শনিবার সন্ধ্যায় রানাঘাটের পার্বতীপুর এলাকার ঘটনা। মেয়েটির বাবা জখম মনীন্দ্র চন্দ্র শীলকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মা, কণিকা শীলকে অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কনিকাদেবী এ ব্যাপারে রানাঘাট থানায় অভিযোগ দায়ের করে বলেন, “পাড়ারই এক যুবক মাঝেমধ্যেই মেয়েকে উত্ত্যক্ত করত। বারণ করা সত্ত্বেও সে শোনেনি। এ দিন আবার সে মেয়ের প্রতি কুনজর দেয়। আমরা তার বাড়িতে নালিশ করতে গেলে আমাদের মারধর করা হয়।” ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক বলে জানিয়েছে পুলিশ। নদিয়ার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পায়রাডাঙা গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর এলাকায় থাকেন বিদ্যুৎ দফতরের কর্মী মণীন্দ্র চন্দ্র শীল। তাঁর মেয়ে স্থানীয় স্কুলে একাদশ শ্রেণির ছাত্রী। অভিযোগ, মাঝেমধ্যে পাড়ারই এক যুবক তাকে উত্ত্যক্ত করত। নিষেধ করা সত্ত্বেও সে কথায় কান দেয়নি। এ দিন সন্ধ্যাবেলা মনীন্দ্রবাবু অভিযুক্তের বাড়িতে এ ব্যাপারে প্রতিবাদ করতে যান। অভিযোগ, সেই সময় মনোজ তাঁকে ইট ও কাঠ দিয়ে মারধর করে। মণীন্দ্রবাবুর স্ত্রী, কণিকাদেবী ঠেকাতে গেলে তাঁকেও মারধর করা হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে শীল দম্পতিকে রক্ষা করেন। পায়রাডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের দীপক বসু বলেন, “ঘটনাটি নিন্দনীয়। অভিযুক্ত ওই যুবককে ধরার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছি।”
|
দুর্ঘটনায় মৃত্যু শিশুর
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
দুটি বাসের রেষারেষিতে পড়ে মৃত্যু হল এক শিশুর। পুলিশ জানায়, মৃত পুটু খাতুনের (৮) বাড়ি চাপড়ার পদ্মমালা এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে ছোট আন্দুলিয়ার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি বাস নিজেদের মধ্যে রেষারেষি করছিল। তার মধ্যে একটি বাসে শিশুটিকে নিয়ে তাঁর মা ওঠাতে গেলে পিছন থেকে অন্য একটি বাস এসে দু’জনকেই ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। তাঁর মাকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালায়। চলে রাস্তা অবরোধ। পরে পুলিশ গিয়ে চালকের শাস্তির প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়।
|
ফ্লেক্স উধাও
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
রাতের অন্ধকারে গায়েব হয়ে গেল কৃষ্ণনগরের সাংসদ তাপস পালের ছবি সম্বলিত ফ্লেক্স। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে চাপড়ায় শ্রীনগর মোড়ে বিশাল ফ্লেক্সটি দিন কয়েক আগে টাঙিয়েছিল তাঁর অনুগামীরা। রবিবার সকালে দেখা যায় ফ্লেক্সটি উধাও। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যুব তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য মিজানুর রহমান মণ্ডল বলেন, “বিষয়টি আমরা লিখিতভাবে পুলিশকে জানিয়েছি। আশা করি এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুলিশ শীঘ্রই গ্রেফতার করবে।”
|
৭টি বাড়ি ছাই
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
আগুনে পুড়ে ছাই হয়ে গেল নাকাশিপাড়া আঁশতলা গ্রামের সাতটি বাড়ি। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলের দুটো ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। রান্নার আগুন থেকেই এই আগুন ছড়িয়ে পড়েছিল বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। কোন হতাহতের খবর নেই।
|
ফুলিয়ার বীজ খামারের ভিতরে একটি পরিত্যক্ত কুয়োর ভিতর থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। |