টুকরো খবর
হোটেল কর্মীকে মারধর, মিথ্যে অভিযোগে ধৃত
পাঁচতারা হোটেলের এক কর্মচারীকে মারধর করার পরে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করে গ্রেফতার হল এক গাড়ি চালক। রবিবার সকালে পার্ক স্ট্রিট থানা এলাকায় বাবলু নামের ওই চালককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে রবার্ট স্মিথ নামের এক কর্মী রয়েড স্ট্রিট এলাকায় মহম্মদ মুজিবর নামে এক আত্মীয়ের বাড়িতে যান। সেখানেই স্মিথের সঙ্গে বচসা হয় মুজিবরের। অভিযোগ, মুজিবর ও তার গাড়ির চালক বাবলু স্মিথকে বেধড়ক মারধর করে। হাত ভেঙে দেয় এবং জিভ কেটে নেয় বলে অভিযোগ। মারধরের পর স্মিথকে বাড়িতে আটকেও রাখা হয় বলে অভিযোগ। কিন্তু পুলিশের কাছে মুজিবর অভিযোগ দায়ের করে, স্মিথই মুজিবরের বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধর করেছে। পার্ক স্ট্রিট থানার পুলিশ স্মিথকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। স্মিথকে জিজ্ঞাসাবাদ করার সময়েই ঘটনাটি সবার সামনে আসে। তার পরই সকালে মুজিবরের বাড়িতে হানা দিয়ে বাবলুকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, মুজিবর পলাতক। আশঙ্কজনক অবস্থায় স্মিথ দক্ষিণ কলকাতার একটি নাসিংহোমে চিকিৎসাধীন।

শিকল-কাণ্ডে তদন্ত
পুজোর সময়ে বাঁশদ্রোণী থানায় তিন যুবককে শিকল দিয়ে বেঁধে রাখার বিষয়টি খতিয়ে দেখছেন উচ্চপদস্থ কর্তারা। রবিবার লালবাজারের এক অতিরিক্ত কমিশনার পুজোর সময়ে কতর্ব্যরত পুলিশকর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। আটক তিন যুবককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিসি (দক্ষিণ শহরতলি) সুজয় চন্দ। তিনি বলেন, “পুলিশকর্মী ও ওই তিন যুবককে জিজ্ঞাসাবাদ করে অতিরিক্ত কমিশনার রিপোর্ট জমা দেবেন।”

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ২
সোনাগাছি এলাকা থেকে দু’টি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হল দুই যুবক। এর মধ্যে একটি নাইন এমএম পিস্তল আছে বলে জানিয়েছে পুলিশ। মিলেছে চার রাউন্ড কার্তুজও। পুলিশ জানায়, ধৃত অভিজিৎ সিংহ এবং পরমানন্দ চৌধুরী জগদ্দলের বাসিন্দা। কেন ওই যুবকেরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, তা জানার চেষ্টা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

হার ছিনতাই
এক মহিলার হার ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে এক যুবককে ধরল পুলিশ। রবিবার, নারকেলডাঙা ক্যানাল ইস্ট রোডে। ধৃতের নাম বাদশা। পুলিশ জানায়, ট্যাক্সিতে বাড়ি ফিরছিলেন পুনম পাল নামে এক গৃহবধূ। সিগন্যালে গাড়ি দাঁড়ালে বাদশা তাঁর হার ছিনিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশকর্মী ও স্থানীয়েরা তাকে ধরেন।

দুর্ঘটনায় মৃত্যু
ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু হল রমেন মণ্ডল (২৬) নামে এক ব্যক্তির। আহত এক শিশু-সহ আরও তিন। পুলিশ জানায়, রবিবার মহাবীরতলা থেকে সিরিটির দিকে যাওয়ার সময়ে বেহালার বি এল শাহ রোডে ম্যাটাডরটি নিয়ন্ত্রণ হারিয়ে রমেন-সহ বাকিদের ধাক্কা মারে। চালক পলাতক।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.