ব্ল্যাকবেরি ফোনে আদানপ্রদান করা তথ্যের উপর নজরদারি চালাতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে টেলিকম পরিষেবা সংস্থাগুলিকে ব্যবস্থা নিতে বলল কেন্দ্রীয় টেলিকম দফতর (ডট)। এ জন্য ইতিমধ্যেই মুম্বইয়ে একটি আলাদা সার্ভার বসানোর কথা জানিয়েছে ফোনটির নির্মাতা কানাডার রিসার্চ ইন মোশন। সেই সার্ভার যাতে দ্রুত সঠিক ভাবে কাজে লাগানো যায়, সে জন্যই ডিসেম্বরের মধ্যে সংস্থাগুলিকে প্রযুক্তিগত ব্যবস্থা নিতে বলেছে ডট।
|
সহারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছে কি না, তা দেখতে পেশাদারি গোয়েন্দা সংস্থাকে নিযুক্ত করার কথা ভাবছে সেবি। এ জন্য গোয়েন্দা সংস্থাগুলির কাছে আবেদনপত্র চেয়েছে তারা। অভিযোগ ছিল, নিয়ম না-মেনে বাজার থেকে ২৪ হাজার কোটি টাকার তহবিল তুলেছে সহারার দুই সংস্থা। প্রায় তিন কোটি লগ্নিকারীকে তা ফিরিয়ে দেওয়ার জন্য সহারাকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। |