টুকরো খবর |
সেলিম-খুনে দুই অভিযুক্ত জেল-হাজতে |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
কয়লা মাফিয়া শেখ সেলিমকে খুন করার অভিযোগে ধৃত দু’জনকে ১৪ দিনের জন্য জেল-হাজতে পাঠানোর নির্দেশ দিল দুর্গাপুর আদালত। শনিবার তাদের আদালতে তোলা হয়। যদিও ঘটনায় মূল অভিযুক্ত শেখ সাজাহান এখনও অধরা। বৃহস্পতিবার বিকেলে মাধাইগঞ্জে বাড়ির সামনে নিজের পেট্রোল পাম্পে গাড়ি রেখে বাড়ির দিকে যাচ্ছিল সেলিম। সেই সময়ে তিন দুষ্কৃতী মোটরবাইকে চড়ে এসে খুব কাছ থেকে তাকে পরপর গুলি করে পালিয়ে যায়। কয়েকটি গুলি লাগে সেলিমের গায়ে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। ওই দুষ্কৃতীরা চম্পট দেয়। পুলিশ তাকে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সেদিনই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয় জহিরুল শেখ ও নাসিমুদ্দিন শেখ নামে দুই ব্যক্তিকে। শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, শেখ সেলিমের বাড়ি ও পেট্রোল পাম্পে লাগানো সিসিটিভি-র ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। দ্রুত মূল অভিযুক্ত ও বাকি দুষ্কতীদের ধরে ফেলা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
|
ঈদ মোবারক। বর্ধমানের বড় বাজারে শনিবার ছবিটি তুলেছেন উদিত সিংহ। |
|
ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ভাসুর |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করলেন এক বধূ। দুর্গাপুরের নডিহার ঘটনা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজ চলছে। রবিবার বিকেলে কোকওভেন থানায় লিখিত অভিযোগে ওই বধূ জানান, এক বছর চার মাস আগে তাঁর বিয়ে হয়। রবিবার যখন তিনি বাথরুমে স্নান করতে ঢোকেন, সেই সময়ে তাঁর ভাসুর বাথরুমে ঢুকে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে। কোনও রকমে তিনি নিজেকে ছাড়িয়ে বেরিয়ে আসেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের ঠিকাকর্মী। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অভিযোগকারিণীর ডাক্তারি পরীক্ষার জন্য দুর্গাপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
|
ইঞ্জিনিয়ারিংয়ে অবশেষে উঠল রিলে অনশন |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবশেষে মাস দুয়েক পরে আইনমন্ত্রী মলয় ঘটকের মধ্যস্থতায় আসানসোলের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের রিলে অনশন উঠল। তৃণমূল শিক্ষা সেলের আসানসোলের চেয়ারম্যান অসীম ঘটকের নেতৃত্বে একগুচ্ছ দাবি নিয়ে রিলে অনশন শুরু করেছিলেন শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। তাঁদের দাবি ছিল, প্রতি বছর বেতন বৃদ্ধি, অন্য ইঞ্জিনিয়ারিং কলেজের মতো সম পরিমাণ ডিএ এবং বিক্ষোভ দেখানোর দায়ে শো-কজ হওয়া তিন কর্মীর শো-কজ প্রত্যাহারের দাবিতে রিলে অনশন শুরু হয়েছিল। কলেজের অধ্যক্ষ পি কে প্রসাদ জানান, আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, “কাজ বন্ধ না করে রিলে অনশন চালানোয় তাঁদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি।” আইনমন্ত্রী বলেন, “দু’পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মেটানো হয়েছে।”
|
পরিত্যক্ত খনি থেকে ধোঁয়া |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
|
একটি পরিত্যক্ত খনিমুখ থেকে ধোঁয়া বেরোনোয় আতঙ্ক ছড়ায় রবিবার সকালে। অন্ডালের কাজোড়া এরিয়ার মধুজোড় ৬ নম্বর কোলিয়ারির ঘটনা। এআইটিইউসি নেতা গুরুদাস চক্রবর্তীর অভিযোগ, “প্রচুর কয়লা মজুত থাকা সত্ত্বেও ২০০৬ সালে এই খনিটি বন্ধ করে দেন ইসিএল কর্তৃপক্ষ। এর পরেও কোনও রক্ষণাবেক্ষণ হয়নি। বিভিন্ন গুরুত্বপূর্ণ সুরক্ষাজনিত লোহার যন্ত্রাংশ উধাও হয়ে গেলেও উদাসীন কর্তৃপক্ষ।” রবিবার ভোর থেকেই দেখা যায়, ওই খনিমুখ এবং তার পাশের হাওয়া ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। তাঁরা কর্তৃপক্ষকে জানিয়েছেন, অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। এরিয়া কর্তৃপক্ষ জানান, ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে।
|
পুকুরে ডুবে মৃত্যু রানিগঞ্জে |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের জিরাডাঙায়। মৃতের নাম সুবল মারান্ডি (৪৫)। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কাজোড়ার বাসিন্দা সুবলবাবু জিরাডাঙায় শ্বশুরবাড়ি এসেছিলেন। এ দিন সকালে সেখানে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান তিনি। প্রতিবেশীরাই জল থেকে তাঁর দেহ তুলে আনেন। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য পাঠায় আসানসোল মহকুমা হাসপাতালে।
|
দুর্ঘটনায় মৃত্যু ২ সব্জি বিক্রেতার |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সব্জি বোঝাই মিনি ট্রাকের পিছনে অপর একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই সব্জি বিক্রেতার। পুলিশ জানায়, মৃতদের নাম সুব্রত মল্লিক (২৫) ও রতন ক্ষেত্রপাল (২৬)। প্রথম জনের বাড়ি জামালপুরের বলরামপুরে এবং দ্বিতীয় জন বেরুগ্রামের বাসিন্দা। শনিবার ভোরে সব্জি বোঝাই মিনি ট্রাক নিয়ে তাঁরা যখন কলকাতার দিকে যাচ্ছিলেন, তখনই পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি মিনি ট্রাক। ভোর ৫টা নাগাদ ওই দু’জনকে পুলিশ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।
|
স্মৃতি ফুটবল জামুড়িয়ায় |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
পূর্ণচন্দ্র স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মাধাইপুর। ইকড়া মাঠে তারা জবা আদিবাসী কল্যাণ সমিতিকে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। ফাইনাল ও প্রতিযোগিতার সেরা নির্বাচিত হন যথাক্রমে বিজয়ী দলের মঙ্গল কোড়া ও সোম কোড়া।
|
জয়ী কান্দরা |
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
বালুটিয়া শ্রীদুর্গা পাঠাগার পরিচালিত ফুটবল প্রতিযোগিতার ফাইনালে দাঁইহাট ফুটবল অ্যাকাডেমিকে ৭-২ গোলের ব্যবধানে হারাল কান্দরা তরুণ সঙ্ঘ। রবিবার বিকেলে কেতুগ্রামের গঙ্গাটিকুরি স্টেশন সংলগ্ন মাঠে খেলাটি হয়েছে। প্রতিযোগিতার সেরা অরবিন্দ ঘোষ ও ফাইনালের সেরা দেবা ঘোষ। অন্য দিকে, শনিবার রসুই সঙ্ঘ পরিচালিত ফুটবলে ভাতার একাদশকে ১ গোলের ব্যবধানে হারায় বোলপুর টাউন ক্লাব। |
|