উত্তর দিনাজপুর
বাম ঐক্য গড়তে নির্দেশ
ঞ্চায়েত নির্বাচনের আগে উত্তর দিনাজপুর জেলায় শরিকদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে উদ্যোগী হলেন রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব। সিপিএমের রাজ্য কমিটির সদস্য মানব মুখোপাধ্যায় সম্প্রতি রায়গঞ্জে বৈঠক করে জেলা বামফ্রন্ট নেতাদের পঞ্চায়েত নির্বাচনে জেলায় সার্বিক বাম ঐক্য গড়ে তোলার নির্দেশ দেন। মানববাবু বলেন, “গত পঞ্চায়েত নির্বাচনে জেলায় সার্বিক বাম ঐক্য হয়নি। সেই কারণে বামফ্রন্ট ৫২ শতাংশ ভোট পেয়েও জেলাপরিষদ দখল করতে পারেনি। পঞ্চায়েত নির্বাচনে শরিকদের গুরুত্ব দিয়ে আসন বন্টন করে বাম ঐক্য গড়ে তোলা হবে।” ৯৮টি পঞ্চায়েতের প্রায় ১ হাজার ৯০০টি আসন, ৯টি পঞ্চায়েত সমিতির প্রায় দুশো আসন এবং জেলা পরিষদের ২৫টি আসনে গত বছর পঞ্চায়েত নির্বাচন হয়। সেখানে ২৬টি পঞ্চায়েত বামফ্রন্ট দখল করে। বাকিগুলি কংগ্রেসের দখলে যায়। জেলাপরিষদ কংগ্রেস দখল করে। জেলা বাম নেতৃত্ব জানান, গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের সঙ্গে সমাজবাদী পার্টির আসন সমঝোতা না-হওয়ায় রায়গঞ্জ ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েতের শতাধিক আসনে, জেলা পরিষদের ৩টি আসনে এবং রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির ৪২টি আসনে পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেয়। একই কারণে করণদিঘি ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতের সব আসন সহ জেলা পরিষদের ৩টি আসন এবং করণদিঘি পঞ্চায়েত সমিতির ২৩টি আসনে সিপিএম ও ফব পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেয়। জেলা বামফ্রন্টের সচিব তথা সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অপূর্ব পাল বলেন, “পরিবর্তিত রাজ্য রাজনীতির কথা মাথায় রেখে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে লড়বে।” সমাজবাদী পার্টির জেলা সভাপতি অরুণচন্দ্র দে বলেন, “ভোট ভাগের সমস্যা এড়াতে এ বছর পঞ্চায়েত নির্বাচনে বাম ঐক্য গড়ে লড়াই করতে চাই। জেলা সিপিএম নেতাদের অনুরোধ করেছি শরিকদের শক্তি বিচার করে মর্যাদা দিয়ে যেন আসন ছাড়া হয়।” সিপিআইয়ের জেলা সম্পাদক সমর ভৌমিক এবং আরএসপির জেলা সম্পাদক জ্যোতিষ রায় জানান, সম্প্রতি একাধিক বৈঠকে জেলায় সার্বিক বাম ঐক্য গড়ে পঞ্চায়েতে লড়তে অনুরোধ করা হয়েছে। তাঁরা মনে করেন, জেলা বামফ্রন্ট নেতৃত্ব শরিকদের গুরুত্ব দিয়ে আসন সমঝোতা করলে পঞ্চায়েত নির্বাচনে জেলায় সার্বিক বাম ঐক্য গড়ে তোলা সম্ভব হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.