বিদ্যালয়ের ভূমিদাতা শচীন্দ্রকুমার সেন ও স্কুলের প্রয়াত প্রধান শিক্ষক অমলকুমার মিত্রের আবক্ষ মূর্তি উন্মোচন হল কাঁথি কিশোরনগর শচীন্দ্র ও শিশু শিক্ষাসদনে। শুক্রবার মূর্তি দু’টির আবরণ উন্মোচন করেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী শিশির অধিকারী ও তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারী। হাজির ছিলেন শিশু শিক্ষা সদনের প্রধান শিক্ষক নিরঞ্জন মহাপাত্র, শচীন্দ্র শিক্ষাসদনের প্রধান শিক্ষক জয়ন্তকুমার রায় প্রমুখ।
|
নক আউট ফুটবল প্রতিযোগিতায় জিতল হাওড়ার জগাছা প্লেয়ার্স কর্নার। শুক্রবার রামনগর-২ ব্লকের দেপাল আজাদ হিন্দ ক্লাব পরিচালিত এই ফাইনালে তারা বসিরহাট একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সাত দিনের এই প্রতিযোগিতায় অনেক ফুটবল দল যোগ দিয়েছিল। এ দিন বিজয়ী ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন রামনগর ২-এর বিডিও সুকান্ত সাহা ও পঞ্চায়েত সমিতির সভাপতি কমলাকান্ত বেরা।
|